কুমিল্লা সিটি নির্বাচনে জরিমানা ৩০ লাখ!

প্রকাশিত



কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক) নির্বাচন উপলক্ষে বিভিন্ন অভিযানের মাধ্যমে ৩০ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ ছাড়া সোমবার থেকে সিটির আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে নেমেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

সোমবার বিকেলে এসব তথ্য জানিয়েছেন কুমিল্লা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) এম তানভীর আহমেদ।

তিনি জানান, ২৮ এপ্রিল তফসিল ঘোষণার পর থেকে ৫ জুন পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৫টি চেকপোস্ট, ১৯টি স্পেশাল মোবাইল, দুটি ডিবি মোবাইল টিম অভিযান পরিচালনা করেছে।

অভিযানে ৯২৯ মোটরসাইকেলকে ৩০ লাখ ১৯ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

তিনি আরো জানান, নির্বাচনকে সামনে রেখে মাঠে থাকবে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) কয়েকটি টিম। অধিক নিরাপত্তা ব্যবস্থার জন্যই কুমিল্লা জেলা পুলিশের উদ্যোগে সোমবার থেকে মাঠে নেমেছে এপিবিএনের ৫০ জন সদস্য। সামনে এই সংখ্যা আরো বাড়বে। আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে কোনো মহল যেন কোনো অস্থিতিশীল পরিস্থিতি না তৈরি করতে পারে, সেজন্য আমরা প্রস্তুত রয়েছি।

আপনার মতামত জানান