বিভাগীয় প্রাণিসম্পদ কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার

প্রকাশিত

রংপুর বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের পরিচালক ওয়ালিউর রহমান আকন্দের (৫৫) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২১ জুন) দুপুরে অফিস সংলগ্ন জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের তৃতীয় তলার বাথরুম থেকে তার লাশ উদ্ধার করা হয়।

ওয়ালিউর রহমান আকন্দের বাড়ি গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায়। স্ত্রী ও দুই সন্তান বগুড়ায় থাকেন। চাকরির কারণে তিনি রংপুরে তার দপ্তরের পাশে জেলা কার্যালয়ের তৃতীয় তলার একটি রুমে বসবাস করতেন।

অফিস সহায়ক বদিউজ্জামান জানান, মঙ্গলবার সকালে স্যারের দেরি দেখে তাকে ডাকতে যাই। এ সময় দরজা খোলা অবস্থায় ভেতরে ঢুকে বাথরুমে সাওয়ারের সঙ্গে গামছা পেঁচানো ঝুলন্ত মরদেহ দেখতে পাই। পরে আমার চিৎকার এবং কান্নাকাটি শুনে অন্যরাও ছুটে এসে পুলিশে খবর দেন।

রংপুর মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন জানান, মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। অফিস ও পারিবারিক সব বিষয় খতিয়ে দেখা হচ্ছে।

রংপুর বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের সাবেক পরিচালক ড. ইসমাইল হক এগ্রিকেয়ার২৪.কমকে বলেন, আমি এখন ঢাকায় থাকি। বিষয়টি শুনেছি। কেন এমন হলো সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

আপনার মতামত জানান