কোস্ট গার্ডের অভিযান, তিন কোটি বাগদা চিংড়ি রেণু জব্দ

প্রকাশিত


নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় কাঁচপুর ব্রীজ সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে প্রায ৩ কোটি বাগদা চিংড়ির রেনু পোনা জব্দ করা হয়েছে। গতকাল ভোরে বাংলাদেশ কোস্ট গার্ডের (বিসিজি) স্টেশন পাগলা স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট শামস সাদেকিন নির্নয় এর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে দুইটি ট্রাক (নোয়াখালী-ণ ১১-০৫০৩, ঢাকা মেট্রো-ন ১৩-৬০৭৩) তল্লাশী করে প্রায় তিন কোটি পিস বাগদা চিংড়ি রেণু পোনা এবং নিষিদ্ধ রেনু পরিবহনকারী ট্রাক ড্রাইভারসহ ০৯ জনকে আটক করা হয়।

জব্দকৃত রেনু চিংড়ির বাজার মূল্য আনুমানিক ০৭ কোটি ৫০ লক্ষ টাকা।

পরে কোস্ট গার্ড জোনাল কমান্ডার ঢাকা জোন, কমান্ডার এম মোস্তাফিজুর রহমান এবং উপজেলা মৎস্য কর্মকর্তা শাহরিয়ার সালমা এর উপস্থিতিতে বাগদা চিংড়ি রেণু পোনা বুড়িগঙ্গা নদীতে অবমুক্ত করা হয় এবং ট্রাক ড্রাইভারসহ আটককৃত ০৯ জনকে উপজেলা মৎস্য কর্মকর্তা কর্তৃক মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

আপনার মতামত জানান