সোনারগাঁয়ে প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুর, যুবকের দশ বছরের জেল

প্রকাশিত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুরের মামলায় সোহাগ আলী (২৫) নামে এক যুবককে দশ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে দশ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডে আদেশ দেয়া হয়েছে।
মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সকালে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালত ও বিশেষ ট্রাইব্যুনাল-৭-এর বিচারক সাবিনা ইয়াসমিন এ রায় দেন।

সাজাপ্রাপ্ত সোহাগ সোনারগাঁ উপজেলার সাহাপুর গ্রামের আলাউদ্দিনের (আলুন) ছেলে। জামিনে ছাড়া পেয়ে তিনি পলাতক রয়েছেন।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট কে এম ফজলুর রহমান জানান, ২০১৫ সালের ২৭ ডিসেম্বর দুপুর সাড়ে ১২টায় সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যানের অফিসে প্রদর্শিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি কৌশলে বের করে নিয়ে শহীদ মিনার প্রাঙ্গণে ভাঙচুর করেন সোহাগ আলী। এসময় স্থানীয় লোকজন বিষয়টি দেখে তাকে আটক করে গণপিটুনি দিয়ে থানা পুলিশে দেয়।


এ ঘটনায় উপজেলা পরিষদের সাট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর আশরাফুল ইসলাম বাদী হয়ে সোহাগ আলীকে আসামি করে রূপগঞ্জ থানায় মামলা করেন। দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে আদালত আজ এ রায় দেন।

আপনার মতামত জানান