সাড়ে ৫ কোটি টাকার মাদকদ্রব্য

প্রকাশিত



দিনাজপুরের ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবি কর্তৃক মাদক বিরোধী অভিযানে আটক ৫ কোটি ৬০ লাখ টাকা মূল্যের অবৈধ্য মাদকদ্রব্য আনুষ্ঠানিকভাবে ধ্বংস করা হয়েছে।

গত ১ নভেম্বর ২০১৯ হতে ৩০ সেপ্টেম্বর ২০২১ তারিখ পর্যন্ত ২১ মাসে সর্বমোট ৫ কোটি ৬০ লাখ মূল্যের অবৈধ মাদক দ্রব্য আটক করতে সক্ষম হন। যা শুক্রবার (৫ নভেম্বর) সকাল ১০টায় ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবি‘র ক্যাম্প মাঠে আনুষ্ঠানিক মাদক দ্রব্য ধ্বংস করা হয়।

মাদকদ্রব্য ধ্বংস অনুষ্ঠানে ফুলবাড়ী সদর দপ্তরে ২৯ বিজিবি’র অধিনায়ক লে: কর্ণেল শরীফ উল্লাহ্ধসঢ়; আবেদ (এসজিপি) সভাপতিত্বে অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. মোস্তাফিজুর রহমান এমপি।

প্রধান অতিথি ছিলেন কর্নেল মো. জাকারিয়া হোসেন, পিএসসি,জি,ডেপুটি রিজিয়ন কমান্ডার রংপুর রিজিয়ন।

অন্যদের মাধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার ফুলবাড়ী সার্কেল মো. আসাদুজ্জামান, দিনাজপুর মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর মো. রাজু রহমান, দিনাজপুর সিনিয়র জুডিসিয়াল
ম্যাজিষ্ট্রেট মো. মনিরুজ্জামান। স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মীসহ ফুলবাড়ী ব্যাটালিয়নের অন্যান্য অফিসার ও বিজিবি সদস্যরা।

ধ্বংসকৃত মাদক দ্রব্য সমূহ- ভারতীয় ফেন্সিডিল ৫৭ হাজার ৯শত ৭৪ বোতল,ইয়াবা ট্যাবলেট ৫হাজর ৮শত ৪৯টি,গাজা ১শত ৯৫ কেজি,বিদেশি মদ ৪৬৫ বোতল, বিয়ার ৯ বোতল, হিরোইন ২০ গ্রাম দেশি মদ ৩৩৫ লিটার, যৌন উত্তেজক সিরাপ ২৬ হাজার ৬৫৪ বোতল, বিভিন্ন প্রকার নেশা জাতীয় ইনজেকশন ২৫ হাজার ৮৪৩টি, পাতা বিড়ি ৬৭৩ প্যাকেট, আতশবাজী ৬৪২ প্যাকেট, ভিটামিন বি ট্যাবলেট ৪ হাজার পিস।

আপনার মতামত জানান