৮৬ বছর বয়সেও ভোট দিলেন মিরানা জামান

প্রকাশিত



কঠোর নিরাপত্তায় সম্পন্ন হলো বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের ভোটগ্রহণ। ঘড়িতে তখন বেলা পৌনে ১টা। নামি অনেক তারকাই এসছেন ভোট দিতে। কিন্তু এফডিসিতে উপস্থিত সবার চোখ চলে গেল এক বয়স্ক মানবীর দিকে।

দুই হাত দুজন ধরে তাঁকে নিয়ে যাচ্ছে ভোটকেন্দ্রে। কে এই ভদ্র মহিলা? দূর থেকে তাঁকে দেখে অনেকেই একে অপরের দিকে তাকাচ্ছিলেন। কাছে যেতেই চোখ ছানাবড়া! ইনি অভিনেত্রী মিরানা জামান, চলচ্চিত্রের সোনালি যুগের গুণী অভিনেত্রী। ১৯৩৬ সালে তাঁর জন্ম, সেই হিসেবে এখন তাঁর বয়স ৮৬! এই বয়সেও ভোট দিতে এলেন!

একদিকে বয়সের ভার, অন্যদিকে অসুস্থতা। তবু ভোট দিতে এলেন চলচ্চিত্র শিল্পী সমিতির এই আজীবন সদস্য ।

২০১০ সালে মুক্তি পাওয়া আবু সাইয়ীদের ‘অপেক্ষা’ ছবির দৃশ্যে মিরানা জামান
প্রবীণ অভিনেত্রীর কাছে গিয়ে দাঁড়াতেই মিষ্টি হেঁসে বললেন, ‘শেষ কবে এফডিসিতে এসেছি মনে নেই। আমি খুব অসুস্থ। আবার কবে এফডিসি আসতে পারব তা তো জানি না। তাই উৎসবমুখর এই দিনে ভোট দিতে এলাম। ’

আপনার মতামত জানান