বিশ্বকাপজয়ী রশিদ আইপিএলে নাম লেখাতে চান

প্রকাশিত



ভারতের দীর্ঘ শিরোপা খরার পেছনে দায়ী করা হচ্ছে আইপিএলকে। বিশেষজ্ঞরা মনে করছেন, আইপিএলের টাকার ওড়াউড়ির কারণে ক্রিকেটাররা আর জাতীয় দলে খেলার উৎসাহ পাচ্ছেন না। এদিকে পাকিস্তানকে হারিয়ে গতকাল টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী দলের সদস্য আদিল রশিদ এবার আইপিএলের নিলামে নাম লেখাতে চান। যিনি গতকাল ২২ রানে ২ উইকেট নিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

সংবাদ সংস্থা পিটিআইকে রশিদ বলেন, ‘এ বছর আমি আইপিএল নিলামের জন্য নাম জমা দেব। ’ আইপিএলের কোনো দলের পক্ষ থেকে তার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল কি না―এমন প্রশ্নে তিনি ‘না’ বলেছেন। রশিদ এর আগে পাঞ্জাব কিংসের হয়ে খেলেছিলেন। এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে মাত্র চারটি উইকেট নিলেও অত্যন্ত কৃপণ বোলিং করেন।

টুর্নামেন্টে মাত্র ২ ওভার বল করা মইন আলীকে বাদ দিলে ইংল্যান্ড শিবিরের সবচেয়ে ভালো ইকনমি রেট আদিলেরই। তিনি ওভারপ্রতি মাত্র ৬.১২ রান খরচ করেছেন। সুপার টুয়েলভের শেষ ম্যাচ, সেমিফাইনাল ও ফাইনাল, ইংল্যান্ডের শেষ তিনটি গুরুত্বপূর্ণ ম্যাচে দুর্দান্ত বোলিং করেন রশিদ। তার এমন পারফরম্যান্স নিশ্চিতভাবেই আকৃষ্ট করবে আইপিএল ফ্র্যাঞ্চাইজিদের।

আপনার মতামত জানান