তিন হাফ সেঞ্চুরিতে ইংল্যান্ডের বিপক্ষে লড়াকু সংগ্রহ

প্রকাশিত

শুরুতেই বিপর্যয় ঘটানোর ইঙ্গিত দিয়েছিলেন লিটন দাস এবং তামিম ইকবাল। ১৭ রানের মাথায় দুই ওপেনার বিদায় নেয়ার পর বিপর্যয় কাটিয়ে তোলেন নাজমুল হোসেন শান্ত এবং মুশফিকুর রহিম। দু’জনের ব্যাটেই দেখা মেলে হাফ সেঞ্চুরির। এরপর হাফ সেঞ্চুরি করেন সাকিব আল হাসানও।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এই তিন হাফ সেঞ্চুরির ওপর ভর করে শেষ ওয়ানডেতে ইংল্যান্ডের সামনে ২৪৭ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে বাংলাদেশ।

টস জিতে ব্যাট করতে নেমে পুরো ৫০ ওভার খেলতে পারেনি টাইগাররা। ৪৮.৫ ওভারেই অলআউট হয়ে যায় তারা। সর্বোচ্চ ৭৫ রান করেন সাকিব আল হাসান, ৭০ রান করেন মুশফিকুর রহিম এবং ৫৩ রানে রানআউট হন নাজমুল হোসেন শান্ত।

আপনার মতামত জানান