কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলনের নামে ভুয়া ফেসবুক আইডি

প্রকাশিত



জনপ্রিয় কথাসাহিত্যিক ও কালের কণ্ঠ পত্রিকার প্রধান সম্পাদক ইমদাদুল হক মিলনের ফেসবুক ও ইনস্টাগ্রামে কোনো অ্যাকাউন্ট নেই। অথচ তাঁর নাম ও ছবি ব্যবহার করে এই দুই সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক অ্যাকাউন্ট খোলা হয়েছে। সেসব অ্যাকাউন্ট থেকে প্রচারও চালানো হচ্ছে। এতে ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা করছেন এই কথাসাহিত্যিক। তাই দেশে-বিদেশের অগণিত ভক্ত ও শুভাকাঙ্ক্ষীকে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছেন তিনি।

ইমদাদুল হক মিলন বলেন, ‘আমার নামে এসব ভুয়া অ্যাকাউন্ট পরিচালনাকারীদের গ্রেপ্তারসহ প্রয়োজনীয় শাস্তি চেয়ে শিগগিরই আইনের আশ্রয় নেব। ভক্তদের প্রতি অনুরোধ থাকবে, এসব অ্যাকাউন্ট থেকে অপ্রত্যাশিতভাবে কোনো বার্তা গেলে সতর্ক থাকবেন। কারণ আমার ফেসবুক, ইনস্টাগ্রাম কিংবা অন্য কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো অ্যাকাউন্ট নেই।’


তিনি আশা প্রকাশ করেন, অভিযোগের ভিত্তিতে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী, পুলিশ ও র‌্যাবের আইটিবিষয়ক গোয়েন্দা শাখা এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

আপনার মতামত জানান