সোনারগাঁয়ে ভ্রাম্যমান আদালতে জরিমানা ও অবৈধ কারখানা ধ্বংস
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাজার মূল্যের চেয়ে বেশী দামে পন্য বিক্রি করার দায়ে মোগরপাড়া ও কাঁচপুর কাঁচাবাজারে কয়েকটি দোকানে জরিমানা এবং পৌরসভায় একটি অবৈধ চুনের কারখানা গুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমান আদালত। সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আল মামুন সোমবার বিভিন্ন বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
আল মামুন জানান, সোনারগাঁ উপজেলার কয়েকটি বাজারে বাজার মুল্যের চেয়ে বেশী দামে ভোগ্য পন্য বিক্রি করায় ভোক্তা অধিকার আইনে মোগরাপাড়া ইউনিয়নের কাঁচাবাজারের চার দোকানদারকে ৫ হাজার টাকা করে ২০ হাজার টাকা এবং কাঁচপুর কাঁচাবাজারে ৩ দোকানদারকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অন্যদিকে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুল ইসলাম ও সহকারি কমিশনার (ভুমি) আল মামুন সোনারগাঁ পৌরসভার নোয়াইল (দুলালপুর) গ্রামে অবৈধ ভাবে গড়ে উঠা একটি চুনের কারখানায় ভ্রাম্যমান আদালত বসিয়ে গুড়িয়ে দেয়।
এ সময় প্রশাসনকে সহযোগী হিসেবে কাজ করেন সোনারগাঁ থানা পুলিশের একটি বিশেষ টিম, সোনারগাঁ ফায়ার সার্ভিস ও সোনারগাঁ পৌরসভা কর্মচারী ও কর্মকতাবৃর্ন্দ।
আপনার মতামত জানান