সড়কে নিম্নমানের কাজ, তিন দিনেই ভাঙন!

প্রকাশিত

 

সংস্কার কাজ শেষ হওয়ার আগেই সুরক্ষা দেয়ালসহ ভেঙে পড়েছে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যের বাজার ইউনিয়নের পঞ্চবটি এলাকার রাস্তা। নিম্নমানের কাজের প্রতিবাদে এলাকাবাসী বিক্ষোভ মিছিল করেছে।


সরেজমিন গিয়ে দেখা যায়, উপজেলার বৈদ্যের বাজার ইউনিয়নের পঞ্চবটি দাড়ারপাড়া এলকায় ৭০০ মিটার রাস্তা ৪৫ লাখ টাকায় সংস্কারের কাজ চলছে। কাজটি করছেন ঠিকাদার বুলবুল আহমেদের ঠিকাদারী প্রতিষ্ঠান প্রগতি এন্টারপ্রাইজ। সাত দিন আগে রাস্তার কার্পেটিং ও সুরক্ষা দেয়ালের কাজ করার তিনদিন পর তা ভেঙ্গে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
এলাকাবাসী অভিযোগ করে বলেন, কষ্ট ঘুচবে এবং যাতায়াতে সুবিধা হবে এমনটি আশা ছিল আমাদের। কিন্তু কাজ নিম্নমানের হওয়ায় ঝুঁকি বাড়ছে। অল্প বৃষ্টিতে দেবে গিয়ে প্রায় চলাচল অনুপযোগী হয়ে পড়ছে। তারা জানান, মেয়াদোত্তীর্ণ বিটুমিন দিয়ে রাস্তার কাপেটিং করার কারণে তা ভেঙে দেবে গেছে।

প্রগতি এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী বুলবুল আহমেদ বলেন, আমরা মানসম্মত কাজ করেছি। এখানে কোন প্রকার নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়নি। রাস্তার পাশে খাল থাকায় এবং খাল থেকে স্থানীয়রা ড্রেজিং করে বালি তোলার কারণে সামান্য বৃষ্টিতে তা দেবে গেছে। কাজটি এমনিতেই লোকসানের মুখে তার উপর ভেঙে যাওয়ায় এখন দ্বিগুণ লোকসান গুনতে হবে।


স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান প্রকৌশলী মো. আরজুরুল হক কালের কণ্ঠকে বলেন, আগামীকাল সরেজমিন তদন্ত করে রাস্তাটি যেন জনবান্ধব হয় সে বিষয়ে গুরুত্ব দেওয়া হবে। ভৌগলিক কারণে সোনারগাঁয়ে চারিদিকে নদী থাকায় সামান্য বৃষ্টিতে নদী কিংবা খাল পাড়ের রাস্তাগুলি দেবে যায়।


সুত্র: কালের কন্ঠ

আপনার মতামত জানান