সোনারগাঁয়ে জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষ আহত- ১০

প্রকাশিত

সোনারগাঁয়ে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। উপজেলার সনমান্দী ইউনিয়নের ১নং ওয়ার্ডের মহেশ্বরদী গ্রামের নুরুদ্দীন নুরু ও জজ মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে জমির সীমানা নিয়ে বিরোধ জেরে সংঘর্ষও হামলার ঘটনা ঘটে।


বৃহস্পতিবার ৫ই মে এলাকার মেম্বার ও গন্যমান্য ব্যক্তিবর্গ সামাজিকভাবে মীমাংসার উদ্দেশ্যে দুপক্ষের অনুমতিতে সালিশ বৈঠকে উভয় পক্ষের কথা কাটাকাটির জের ধরে হঠাৎ দুই পক্ষই দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষের ১০জন আহত হয় এবং বাড়িঘর ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে।

আহতদের স্হানীয় সরকারি হাসপাতাল সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষ থানায় অভিযোগ দায়ের করে। নুরুদ্দীন নুরুর পক্ষে তার ছেলে মিজান বাদী হয়ে ১৩জনের নাম উল্লেখ করে আরও ৭/৮জনকে অজ্ঞাত রেখে অভিযোগ দায়ের করেন। অপরদিকে জজ মিয়ার পক্ষে মৃত ইসমত আলীর ছেলে মোঃ সাইদুল ওরফ সাঈদ বাদী হয়ে ৬জনের নাম উল্লেখ করে আরও ৭/৮ জনকে অজ্ঞাত রেখে অভিযোগ দায়ের করেন।

এব্যাপারে ওসি হাফিজুর রহমান বলেন, উভয় পক্ষের অভিযোগ পেয়েছি তদন্ত পুর্বক ব্যবস্হা নেওয়া হবে।

আপনার মতামত জানান