শুভসংঘ পাঠাগার উদ্বোধন করলেন ইমদাদুল হক মিলন

প্রকাশিত


পাবনা প্রতিনিধি>>
পাবনায় দেশের প্রথম শুভসংঘ পাঠাগার উদ্বোধন করেছেন কালের কণ্ঠের প্রধান সম্পাদক ও কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন। এ সময় দেশের প্রতিটি জেলায় শুভসংঘ পাঠাগার হবে জানিয়েছেন তিনি। আজ সোমবার (২৭ ফেব্রুয়ারী) সকালে পাবনা শহরের রাধানগর মন্দিরপাড়া এলাকায় শুভসংঘ পাঠাগার উদ্বোধনকালে তিনি এ কথা জানান।

ইমদাদুল হক মিলন বলেন, ‘বই মানুষকে জাগ্রত করে, জ্ঞানের দরজা খুলে দেয়। আলোকিত মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে হলে বেশি বেশি বই পড়তে হবে। আমরা আলোকিত মানুষ তৈরি করতে চাই। সেই উদ্দেশ্য নিয়েই আমাদের শুভসংঘ পাঠাগার স্থাপন করা’


তিনি বলেন, ‘আমরা শুভসংঘ থেকে উদ্যোগ নিয়েছি প্রত্যেকটা জেলা ও উপজেলায় একটি করে শুভসংঘ পাঠাগার করব। শুভসংঘের মূল বক্তব্য হচ্ছে ‘শুভ কাজে সবার পাশে’। এই শুভ কাজের লক্ষণ হিসেবে আমরা পাঠাগার তৈরী করছি। বিভিন্ন জেলায় একেবারে নিরন্ন দরিদ্র শিশুদের জন্য আমরা স্কুলের ব্যবস্থা করছি। তাদের লেখাপড়ার দায়িত্বগুলো আমরা নিচ্ছি এবং বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে আমরা এই মুহুর্তে দুই হাজার শিক্ষার্থীকে মাসিক বৃত্তি প্রদান করছি। নানারকম শুভ কাজের সঙ্গে আমরা জড়িত।’

তিনি বলেন, ‘এক সময় আমরা লক্ষ্য করলাম যে, মানুষের বই পড়ার অভ্যাসটা চলে যাচ্ছে। আমরা এক সময় প্রচুর বই পড়েছি, সাহিত্য পড়েছি। সেই জায়গা থেকে মানুষ অনেকখানি সরে গেছে। আমি যদি আমার জীবনের কথা বলি, আমি লেখক হয়েছি একটি পাঠাগারের মধ্যে থাকার ফলে। আমাদের গেন্ডারিয়াতে ‘সীমান্ত পাঠাগার’ নামে একটি গ্রন্থাগার ছিল। আমি রোজ বিকালে সেখানে পড়তে যেতাম। স্কুল থেকে কলেজ থেকে যখনই বাড়ি ফিরতাম, বিকেলে পাঠাগারটিতে পড়তাম। এই পড়তে পড়তে একটা সময় আমি লেখালেখির জগতে আসি।’

ইমদাদুল হক মিলন বলেন, ‘বই পড়ে সবাই লেখক হবে তেমন কোনো কথা নেই। কিন্তু বই পড়লে যেটা হবে, মানুষের মনের ভেতরটা বদলে যাবে। আমরা বলিনা যে আলোকিত মানুষ তৈরী করার প্রথম জায়গাটি হচ্ছে বই। বই পড়া থেকে আমাদের এই প্রজন্ম অনেকখানি বিমুখ হয়ে গেছে। সেই বিমুখতা থেকে ফিরিয়ে আনবার জন্য শুভসংঘ পাঠাগারের উদ্যোগটি নিয়েছি। সেই শুভসংঘ পাঠাগারর প্রথমটা আমরা পাবনা থেকে শুরু করলাম। বলা যায় যে, পাবনা থেকেই শুভসংঘ পাঠাগারের যাত্রা শুরু হলো।’


এ সময় অনুষ্ঠানের অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কালের কণ্ঠ শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান, শুভসংঘ কেন্দ্রীয় কমিটির যুগ্ন সম্পাদক সুচিত্রা পূজা, শুভসংঘ কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত সমন্বয়ক লতা সরকার, শুভসংঘ কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্য আলী আকবর রাজু, নিউজ ২৪ এর পাবনা প্রতিনিধি আহমেদুল হক রানা, কালের কণ্ঠের পাবনা জেলা প্রতিনিধি প্রবীর সাহা, শুভসংঘ পাবনা জেলা শাখার সভাপতি মাহবুবুল আলম ফারুক, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, সহ-সভাপতি বাবলা ওয়াজেদ, কবির হোসেন, পলাশ, সাজিম প্রমূখ।

আপনার মতামত জানান