পরিক্ষা না দিয়েই বৃত্তি, ফলাফল স্থগিত

প্রকাশিত

পরীক্ষা না দিয়েও বৃত্তি পেয়েছে সুসমিতা, সজীব আলী, ইয়াসিন খান নামে তিন শিক্ষার্থী। সুসমিতা পটুয়াখালীর গলাচিপ উপজেলার সুতাবাড়িয়া সারকেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ট্যালেন্টপুলে, সজীব আলী কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার চর গোরক মণ্ডল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সাধারণ গ্রেডে এবং ইয়াসিন খান পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার দড়িচর গাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের থেকে ট্যালেন্টপুল বৃত্তি পেয়েছে।



সুতাবাড়িয়া গ্রামের ৩ নম্বর ওয়ার্ডের শিবু পালের মেয়ে সুসমিতা বৃত্তি পরীক্ষায় সময় তার শরীরে গুটি বসন্ত উঠায় সে পরীক্ষা অংশ গ্রহণ করতে পারেনি।

সুসমিতা জানান, ‘আমি অসুস্থ্যতার কারণে পরীক্ষায় অংশ গ্রহণ করতে পারেনি। এ ফলাফল সঠিক নয়।’

এ ব্যাপারে গলাচিপা উপজেলার শিক্ষা অফিসার মো: মীর রেজাউল ইসলাম গলাচিপা সংবাদদাতাকে জানান, ‘আপনার মাধ্যমে এ বিষয়টি জেনেছি, তবে এ ব্যাপারে আমার উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবশ্যই জানাব।’


গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মহিউদ্দিন আল হেলাল জনান, ‘গলাচিপায় বৃত্তি পরীক্ষার ফলাফল অপ্রত্যাশিত। তবে যে মেয়েটি পরীক্ষায় অংশ গ্রহণ না করে ফলাফল বেরুচ্ছে তা ক্ষতিয়ে দেখছি।’

সজীব আলী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের চর গোরকমণ্ডল গ্রামের হুজুর আলী ও ছকিনা বেগম দম্পতির সন্তান। তার বৃত্তি পরীক্ষার রোল নম্বর-২৪।

উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, সজীব আলী ফরম পূরণ করলেও ৩০ ডিসেম্বর ফুলবাড়ী ডিগ্রি কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত ছিল। সে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেনি। অথচ আজ প্রাথমিক বৃত্তির ফলাফল প্রকাশিত হলে ফলাফল সিটে সজীবের রোল দেখা যায়।

এ ব্যাপারে চর গোরকমণ্ডল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) এ টি এম শফিকুল আলম জানান, সাতজন শিক্ষার্থীর নাম ডিআর ভুক্ত করা হয়েছে। এর মধ্যে রোল নম্বর ২৪, ২৫ ও ম-৩০ পরীক্ষায় অংশগ্রহণ করেনি।


সহকারী উপজেলা শিক্ষা অফিসার আশরাফুজ্জামান ফুলবাড়ী (কুড়িগ্রাম) সংবাদদাতাকে বলেন, বিষয়টি শুনেছি। বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সাথে যোগাযোগ করা হলে তিনি জানিয়েছেন, ওই ছাত্র পরীক্ষায় অংশগ্রহণ করেনি। ফলাফল সিটে তার রোল কিভাবে এসেছে তা পর্যবেক্ষণ করা হবে।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শহিদুল ইসলাম জানান, উপজেলা থেকে যে তালিকা পাঠানো হয়েছে ওই তালিকায় অনুপস্থিত থাকলে বিষয়টি খতিয়ে দেখা হবে।

পরীক্ষায় অনুপস্থিত থেকেও রুবেল খানের ছেলে ইয়াসিন খানের ট্যালেন্টপুলে বৃত্তি পাওয়ার বিষয়টি জানিয়েছেন ইন্দুরকানী (পিরোজপুর) সংবাদদাতা।

এ বিষয়ে দড়িচর গাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামলী রানী তাকে জানান, ‘তার ছাত্র ইয়াসিন খান বৃত্তি পরীক্ষায় অনুপস্থিত থাকলেও ফলাফলে ট্যালেন্টপুল বৃত্তির তালিকায় তার রোল এসেছে।’


এ বিষয়ে ইন্দুরকানী উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) বিশ্বজিৎ কর্মকার এর কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি কাগজপত্র না দেখে কিছু বলতে পারব না’।


অবশ্য মঙ্গলবার সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত প্রাথমিক শিক্ষা অধিদফরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কারিগরি ত্রুটির কথা উল্লেখ করে ফলাফল স্থগিত করে পুনযাচাই শেষে ১ মার্চ বিকেলে পুনরায় ফলাফল প্রকাশের কথা জানানো হয়েছে।

সুত্র: নয়াদিগন্ত

আপনার মতামত জানান