কিশোরগঞ্জের মিঠামইনে প্রধানমন্ত্রী

প্রকাশিত

অনুষ্ঠান শেষে বেলা ১টার দিকে রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাসভবনে যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সেখানে কিছুক্ষণ অবস্থান করে তিনটায় মিঠামইন উপজেলার সুধীসমাবেশে যোগ দেবেন শেখ হাসিনা। জনসভায় লক্ষাধিক মানুষের সমাবেশ ঘটবে বলে আশা আওয়ামী লীগ নেতাদের। সমাবেশ শেষে বিকালেই ঢাকার পথে রওয়ানা হবেন প্রধানমন্ত্রী।

এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বরণ করতে কিশোরগঞ্জের মিঠামইনে জনাতার ঢল নেমেছে। প্রধানমন্ত্রীকে বরণ করতে সুধী সমাবেশের মঞ্চসহ সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন স্থানীয় নেতাকর্মীরা। এই উপলক্ষে গতকাল বিকাল থেকেই হাওরে আসতে শুরু করেছেন জেলার ১৩ উপজেলার নেতাকর্মীরা। কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক এ তথ্য নিশ্চিত করেছে।

রেজওয়ান আহাম্মদ তৌফিক বলেন, প্রধানমন্ত্রীর কাছে আমাদের হাওরবাসীর আর কোনো চাওয়া নেই। হাওরের উন্নয়নে তিনি সব করে দিয়েছেন। তার জন্য আমাদের কৃতজ্ঞতা স্বীকার করতে হবে আজীবন। প্রধানমন্ত্রী হাওরে আসছেন এটাই আমাদের বড় পাওয়া।

আপনার মতামত জানান