শামীম ওসমানের দিকে সবার দৃষ্টি

প্রকাশিত

আগামীকাল নাসিক নির্বাচন। নির্বাচনকে ঘিরে সবার দৃষ্টি এখন ওসমান পরিবারের দিকে। এবারের নির্বাচনে এ পরিবারের দুই সহোদর শামীম ওসমান ও সেলিম ওসমান সরাসরি আইভীর বিরুদ্ধে অবস্থান নিলেও শেষ পর‌্যন্ত শামীম ওসমান নৌকার পক্ষে নির্বাচন করবেন বলে ঘোষনা দিয়েছেন। কিন্তু এরপরও সবার দৃষ্টি শামীম ওসমানের দিকেই।

আইভী -শামীম রাজনৈতিক দ্বন্দ্ব বহু আগে থেকেই। দ্বন্দ্ব থাকলেও অতীতে তারা সময় মতো এক হয়েছে। একজন আরেকজনকে ভোট দিয়েছে। গেলবার নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে আইভীকে প্রকাশ্যে নৌকায় ভোট দিয়ে সন্দেহ দূর করেছিলেন স্থানীয় সংসদ সদস্য শামীম ওসমান। তখন বিএনপির প্রার্থী ছিলো এড.সাখাওয়াত হোসেন। গেলবারের চেয়ে এবার সিটিতে খেলা বেশি হচ্ছে। ক্ষণে ক্ষণে রূপ বদলাচ্ছে। যে কোনো সময় নাটকীয় ঘটনা ঘটতে পারে। ওসমানদের উপর বাড়ছে সন্দেহ। শুরুতে শামীম ওসমান আইভীর বিপক্ষে ছিলেন। তার তিন বন্ধু দলীয় মনোনয়ন চেয়ে ব্যর্থ হয়। এর আগে তারা ঘোষণা দেয় আইভীকে তারা আর ভোট দেবে না। শামীম ওসমানের কিছু অনুগত এখনো আইভীর বিপক্ষে। তারা নৌকায় ভোট দেবে কিনা তা নিয়ে নগরবাসীর নানা মত। প্রশ্ন উঠছে তাদের ওয়ার্ডে নৌকা জিতবে তো?

লোকেবলে বিএনপি নেতা তৈমূর আলম খন্দকার ওসমান পরিবারের স্বতন্ত্র মেয়র প্রার্থী। আইভী বলছে গডফাদার শামীম ওসমান ও সেলিম ওসমানের মেয়র প্রার্থী তৈমূর। তাদের ভোট হাতিতে যাবে নাকি নৌকায় দিবে সেই প্রশ্ন এখন নগর জুড়ে। আবার তারা গোপনে নৌকায় ভোট দিলে আইভীর বিশ্বাস হবে তো—। এ নিয়ে নানা সমীকরণ ।

দলীয় একাধিক নেতা বলছে, শামীম ওসমান ও তার অনুগতদের ওয়ার্ডে নৌকা হারলে খবর আছে। এখন শামীম ওসমান কি করবেন তা দেখার অপেক্ষায় নগরবাসী।

আপনার মতামত জানান