রাজিবপুরে কিশোর কিশোরী ক্লাবের উদ্যোগে ৩০০ পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরণ

প্রকাশিত



সোহেল রানা স্বপ্ন, রাজীবপুর প্রতিনিধি:
দরিদ্র উপজেলা হিসেবে পরিচিত চর রাজিবপুরে ৩ টি ইউনিয়নে কিশোর কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের জেন্ডার প্রমোটার, সংগীত, আবৃত্তি শিক্ষকের উদ্দ্যেগে ৩০০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানটি আয়োজন করেন কিশোর কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের জনবল।

২৭ জুলাই বুধবার বিতরণ করা প্রতি প্যাকেটে ৫ কেজি চাল ১ কেজি ডাল ১ কেজি তেল ১ কেজি চিনি ১ কেজি মুড়ি ও অর্ধশতাধিক পরিবারের মাঝে রান্না করা খাবার এবং অর্ধশতাধিক কিশোর কিশোরীদের মাঝে বিস্কুট, কেক, চকলেটসহ মোট ৩০০ পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে।

রাজিবপুর উপজেলার সদর ইউনিয়নের মুন্সিপাড়া ঘাটে কোদালকাটি ইউনিয়নের শংকর মাধবপুর, বিলপাড়া, সাজাই আনন্দ বাজার, মোহনগঞ্জ ইউনিয়নের কাদেরর চর, বড়বেড় চর, সোন্যাসী কান্দী, কাচির চর এলাকায়সহ প্রত্যেক এলাকায় নৌকা দিয়ে যেয়ে ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে।

বড়বেড় চরের পয়ষট্টি বছরের নুর ইসলাম বলেন , তোমরা এই প্রথম হামাক খাবার দিলা আল্লাহ তোমাদের ভালো করুক।

ত্রান বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিশোর কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের জেন্ডার প্রোমোটার কল্যাণ পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাঈদ হাসান অমিত, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সোহেল, রংপুর বিভাগীয় সভাপতি জাহাঙ্গীর আলম,সিলেট বিভাগীয় কমিটি সভাপতি এম বাবুল ইসলাম, রাজশাহী বিভাগীয় কমিটি সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, ঢাকা বিভাগের জেন্ডার প্রমোটার সাইফুল ইসলাম।

উপপরিচালকের কার্যালয় মহিলা বিষয় অধিদপ্তর কুড়িগ্রাম প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন সি এস নাগেশ্বরী নিহার্রজন বর্মা, অফিস সহকারী মামুনুল করিম, ফিন্ড সুপারভাইজার এনামুল হক ও মমতাজ পারভীন। রাজিবপুর উপজেলা প্রেসক্লাবে সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম তারা বাংলাদেশ প্রেসক্লাবে সভাপতি শরিফুল ইসলাম সোনা। উপজেলা শুভসংঘ সভাপতি শহিদুল ইসলাম মাস্টার যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, কার্যকরী সদস্য সাব্বির মামুন, সাধারণ সদস্য শহিদুল্লাহ ফরাজী, শাহাদাৎ হোসেন হিরো, মারুফ হাসান প্রমুখ।

আপনার মতামত জানান