তিন পদে জনবল নেবে সিআইডি

প্রকাশিত

তিনটি পদে ১০ জন নিয়োগ দেবে সিআইডি। ঢাকা সিআইডির অ্যাডিশনাল ইন্সপেক্টর জেনারেলের কার্যালয়ে এ নিয়োগ দেওয়া হবে। প্রার্থীরা অনলাইনে আবেদন ফরম সংগ্রহ করতে পারবেন।

পদের নাম: কম্পিউটার অপারেটর

পদের সংখ্যা: ৫

বেতন: ১২,৫০০-৩০,২৩০ টাকা (গ্রেড-১১, জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী)

শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হতে হবে।

নিম্নলিখিত জেলাগুলো বাদে বাকি সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন:
নারায়ণগঞ্জ, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, রাজবাড়ী, শরীয়তপুর, কিশোরগঞ্জ, জামালপুর, নেত্রকোনা, রাঙামাটি, পাবনা, সিরাজগঞ্জ, দিনাজপুর, গাইবান্ধা, পঞ্চগড়, চুয়াডাঙ্গা, মেহেরপুর, বরিশাল, ঝালকাঠি ও মৌলভীবাজার।

তবে শুধু এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।

পদের নাম: ডেটা এন্ট্রি অপারেটর

পদের সংখ্যা: ২

বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬, জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী)।

শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

নিম্নলিখিত জেলাগুলো বাদে বাকি সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন:
নারায়ণগঞ্জ, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, রাজবাড়ী, শরীয়তপুর, কিশোরগঞ্জ, জামালপুর, নেত্রকোনা, রাঙামাটি, পাবনা, সিরাজগঞ্জ, দিনাজপুর, গাইবান্ধা, পঞ্চগড়, চুয়াডাঙ্গা, মেহেরপুর, বরিশাল, ঝালকাঠি ও মৌলভীবাজার।

তবে শুধু এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।

পদের নাম: অফিস সহায়ক

পদের সংখ্যা: ৩টি

বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০, জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী)।

শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

নিম্নলিখিত জেলাগুলো বাদে বাকি সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন:
মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, রাজবাড়ী, শরীয়তপুর, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, শেরপুর, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, লক্ষ্মীপুর, নোয়াখালী, সিরাজগঞ্জ, নওগাঁ, নাটোর, কুড়িগ্রাম, লালমনিরহাট, মাগুরা, নড়াইল, বাগেরহাট, ঝালকাঠি, পিরোজপুর ও পটুয়াখালী।

তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।

বয়সসীমা: ২ ডিসেম্বর, ২০২১ তারিখে প্রার্থীর বয়স অনূর্ধ্ব ৩০ বছর হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা/ শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর।

নির্ধারিত ফি: কম্পিউটার অপারেটর ও ডেটা এন্ট্রি অপারেটর পদের জন্য নির্ধারিত ফি ১০০ টাকা এবং অফিস সহায়ক পদের জন্য নির্ধারিত ফি ৫০ টাকা।

যেভাবে আবেদন করবেন:
বর্ণিত পদে নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীর আবেদন নির্ধারিত সময়সীমার মধ্যে (অফিস চলাকালীন) অতিরিক্ত আইজিপি, সিআইডি হেডকোয়ার্টার্স, মালিবাগ, ঢাকা-১২১৭ বরাবর পৌঁছাতে হবে। আবেদনকারীর চাকরির জন্য নির্ধারিত ফরম বা ছক (www.cid.gov.bd) এবং (http://www.police.gov.bd/) ওয়েবসাইট থেকে সংগ্রহ করে নিজের হাতে স্বাক্ষর করে আবেদন করতে হবে।

আবেদনের শেষ সময়: ২৩ ডিসেম্বর, ২০২১

আপনার মতামত জানান