‘ঠাণ্ডায় আরাম দিবো শুভসংঘের কম্বল’

প্রকাশিত

সোনারগাঁ পৌরসভার বাগমুছা গ্রামটি সনাতন ধর্মাবলম্বীদের (ঋষি সম্প্রদায়)। গ্রামের অধিকাংশ মানুষই নিম্ন আয়ের। বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে শুভসংঘের কম্বল বিতরণ করা হবে জেনেই গ্রামের অধিকাংশ মানুষ হাজির হয় তাদের মন্দিরের পাশে। এ সময় রোগ ও দরিদ্রতায় শীর্ণ অরুণ দাশের শরীরে কম্বল জড়িয়ে দেন শুভসংঘের বন্ধুরা।

অরুণ দাশ কম্বল পেয়ে কাঁপতে কাঁপতে বলেন, ‘রাইতত জাড়ে (শীত) ঘুমাইতে পারি না। ভাঙ্গাবেড়া দিয়া খালি ঠাণ্ডা বাতাস আহে। কম্বলের ওমে আরামে ঘুমাইতে পারমু। ঠাণ্ডায় আরাম দিবো এই কম্বল। যারা এই গরিবের পাশে খাঁড়াইছে (দাঁড়িয়েছে) ভগবান তাগো মঙ্গল করুক।’

কম্বল পেয়ে বৃদ্ধা মালতী দাশ বলেন, ‘আমরা গরিব মানুষ। মাঝে মইধ্যে গ্রামে কম্বলের স্লিপ আহে। কিন্তু আমাগো কপালে জুডে না। এই প্রথম বসুন্ধরা গ্রুপই পুরা গ্রামের গরিব মানুষগো কম্বল দিছে।’

গত শনিবার নারায়ণগঞ্জের সোনারগাঁয় বাগমুছা ঋষিপাড়া গ্রামের সনাতন ধর্মাবলম্বীদের মাঝে বসুন্ধরা গ্রুপের কম্বল তুলে দিয়েছে কালের কণ্ঠ শুভসংঘ।

এ সময় উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা যুবলীগের সাবেক সভাপতি গাজী মুজিবুর রহমান, সাবেক কাউন্সিলর আমির হোসেন, যুবলীগ নেতা শাহীন আলম, জুয়েল গাজী, শুভসংঘের বন্ধু জহিরুল ইসলাম সিরাজ, গাজী আলমগীর, মোস্তাক আহম্মেদ, মোকলেছুর রহমান এবং ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির প্রধান প্রদীপ দাস, বসুদাস, পনির দাস ও শচিন্দ্র দাস প্রমুখ।

এ সময় গাজী মুজিবুর রহমান বলেন, ‘বসুন্ধরা গ্রুপ সারা দেশে শীতার্ত, অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে মানবসেবায় অগ্রণী ভূমিকা পালন করছে। আপনারা সবাই বসুন্ধরা গ্রুপের মঙ্গল কামনা করবেন।’

সুত্র: কালের কন্ঠ

আপনার মতামত জানান