ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা

প্রকাশিত



বেতগাড়ী সংস্কৃতি অঙ্গনের আয়ােজনে রংপুর জেলার গংগাচড়া উপজেলার বেতগাড়ী ইউনিয়নে অনুষ্ঠিত হয়ে গেল ঘোড়া দৌড় প্রতিযোগিতা।  বুধবার (১২ জানুয়ারি ) বিকেলে বেতগাড়ী সংস্কৃতি অঙ্গন আয়ােজিত দ্বিতীয় বারের মত ঐতিহাসিক ঘােড়া দৌড় ও বার্ষিক ক্রিড়া প্রতিযােগীতা রামনগড় মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।

খেলাটি শুভ উদ্বোধন করেন, বেতগাড়ী উচ্চ বিদ্যালয়ের সভাপতি মােঃ এনামুল হক। পরিচালনা করেন, বেতগাড়ী সংস্কৃতি অঙ্গন সভাপতি মােঃ সাদেকুল ইসলাম। প্রধান পৃষ্ঠপােষকতায় ছিলেন ডাঃ হাঃ শহিদুল ইসলাম সফি,পরিচালক ইসলাম হোমিও হল বেতগাড়ী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ, গংগাচড়া উপজেলা শাখার সহ-সভাপতি মােঃ জোনায়েদ চৌধুরী। সভাপতিত্ব করেন, নব নির্বাচিত চেয়ারম্যান ও বেতগাড়ী ইউপি আওয়ামী লীগের সভাপতি।মােঃ মােহাইমিন ইসলাম মারুফ, আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নির্মলেন্দু গোস্বামী সাবেক চেয়ারম্যান) বেতগাড়ী ইউপি।

ঐতিহ্যবাহী এই ঘোড়া দৌড় প্রতিযোগীতা উপভোগ করতে শিশু, কিশোর-কিশোরী, বৃদ্ধ, নারী-পুরুষসহ হাজার হাজার দর্শনার্থীর ছিলো উপচে পড়া ভিড়। এ ঘোড়া দৌড় প্রতিযোগীতায় অংশ গ্রহণ করে নওগা, জয়পুরহাট, গাইবান্ধা, রংপুর, দিনাজপুর, পঞ্চগড় ও ঠাকুরগাঁও সহ বিভিন্ন জেলার প্রতিযোগীরা। এ সময় দূর-দূরান্ত থেকে আগত রং-বেরঙ্গের ও লালমতি, বাহাদুর, বঙ্গবীর, সম্রাট বিভিন্ন নামের বাহারি ঘোড়া দৌড় খেলায় ৫টি করে ঘোড়া নিয়ে ৪টি গ্রুপে মোট ২০টি ঘোড়া অংশগ্রহণ করে। প্রতিযোগিতার ফাইনাল খেলায় এ-গ্রুপের প্রথম স্থানে বিজয়ী হন পঞ্চগড়ের মোঃ রেজা মিয়া, ২য় স্থান দিনাজপুর জেলার ফুলবাড়ির মোঃ হাসিবুল মিয়া। বি-গ্রুপের প্রথম স্থানে বিজয়ী হন পাবর্তীপুরের মোঃ মমিনুর রহমান, ২য় স্থান ঘোরাঘাটের মোঃ সৌরভ মিয়া। সি-গ্রুপের প্রথম স্থান পেয়ে বিজয়ী হন দিনাজপুর ফুলবাড়ির রিপন মিয়া, ২য় স্থান ঘোরাঘাটের লেবু মিয়া। ডি-গ্রুপের প্রথম স্থানে বিজয়ী হন, নওগাঁর মোছাঃ তাছলিমা খাতুন এবং ২য় স্থান দখল করেন রংপুরের হিমেল মিয়া।

আপনার মতামত জানান