সোনারগাঁ শ্রমিক লীগের আহবায়ক কমিটির বিশাল শোডাউন

প্রকাশিত

ডেইলি সোনারগাঁ >>
জাতীয় শ্রমিক লীগের রজতজয়ন্তী (৫০ বছর পুর্তি) পালন উপলক্ষে সোনারগাঁ উপজেলা জাতীয় শ্রমিক লীগের আহবায়ক কমিটির নেতৃবৃন্দ বিশাল শোডাউন নিয়ে নারায়ণগঞ্জ জেলা শ্রমিক লীগের আলোচনা সভা ও র‌্যালিতে অংশগ্রহণ করেন। শুক্রবার (১১ অক্টোবর) সোনারগাঁ উপজেলা শ্রমিক লীগের আহবায়ক মাহবুব আলম মিলনের নেতৃত্বে বিশাল গনমিছিলটি কেন্দ্রীয় নেতাদের দৃষ্টি আকর্ষণ করে।

র‌্যালি শেষে সোনারগাঁ উপজেলা জাতীয় শ্রমিক লীগের নেতৃবৃন্দরা বলেন, ১৯৬৯ সালে ১২ই অক্টোবর কৃষক শ্রমিক মেহনতী মানুষের অধিকার আদায়ের লক্ষ্য নিয়ে জাতীয় শ্রমিক লীগ প্রতিষ্ঠা করেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সংগঠনটি শ্রমিকদের জীবন মান উন্নয়ন, ন্যায্য আন্দোলনে একাত্মতা প্রকাশ, শ্রমিকের মজুরি নিশ্চিত ও বৃদ্ধি এবং নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিত করার লক্ষে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। আজ ১১ই অক্টোবর ২০১৯ গৌরবোজ্জল ৫০ বছর অতিবাহিত করেছে।

সোনারগাঁ উপজেলা শ্রমিক লীগের যুগ্ম আহবায়ক মোঃ নুর নবী, গাজী আলমগীর হোসেন, সদস্যসচিব সৈয়দ মশিউর রহমান শামীম, সদস্য ও মেঘনা হোলসিম সিমেন্ট লিঃ এর সিবিএ সভাপতি মোঃ হাজী মাইনুদ্দিন প্রধান, সোনারগাঁ উপজেলা শ্রমিক লীগের আহবায়ক কমিটির সদস্য মোঃ হানিফ, লুৎফর রহমান লাল, মোঃ দেলোয়ার হোসেন, মোঃ আবুল কাশেম, মোঃ রিয়াজুর, মোঃ সজিব, মোঃ জহিরুল, মোঃ শাহজাহান, হোসাইন শহিদসহ বিভিন্ন শ্রেনীপেশার শত শত শ্রমিক ও নেতাকর্মীরা র্যািলিতে উপস্থিত ছিলেন।

আপনার মতামত জানান