সোনারগাঁয়ে বিএনপির সদস্য সংগ্রহ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশিত

বিএনপির সাংগঠনিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে দেশব্যাপী সদস্য সংগ্রহ ও নবায়ন ফরম বিতরন করেছে সোনারগাঁ উপজেলা বিএনপি। শুক্রবার (১১ অক্টোবর) বিএনপির চেয়ারপার্সণ বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় দোয়া ও বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের কর্মপরিকল্পনা নিয়ে মতবিনিময় সভার আয়োজন করেন তিনি।
সোনারগাঁ থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী নজরুল ইসলাম টিটুর সভাপতিত্বে প্রধাণ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য সোনারগাঁ উপজেলার সাবেক চেয়ারম্যান আজহারুল ইসলাম মান্নান। প্রধাণ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন সিকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঁচপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি হাজী সেলিম হক।

প্রধাণ অতিথির বক্তব্যে আজহারুল ইসলাম মান্নান বলেন, বর্তমান স্বৈরশাসকের কাছে দেশের মানুষ জিম্মি হয়ে পরেছে। সাধারণ মানুষের জীবনের কোন নিরাপত্তা নেই। মেধাবী শিক্ষার্থীরা আজ মায়ের কোলে ফিরছে লাশ হয়ে। তাই দেশের মানুষের মুক্তির প্রথম শর্ত হলো গণতন্ত্রের আপোষহীণ নেত্রী বিএনপি চেয়ারপার্সণ বেগম খালেদা জিয়াকে জালিমের কারাগার থেকে মুক্ত করা। নেত্রীর মুক্তি আন্দোলন বেগবান করতে দেশব্যাপী সদস্য সংগ্রহ ও নাবায়ন কার্যক্রমের দায়িত্ব দিয়েছে কেন্দ্রীয় বিএনপি আর সে দায়িত্ব পালনের লক্ষ্যে আজকে সকলকে নিয়ে মত বিনিময় সভার আয়োজন করা হয়েছে। আপনাদের সকলের মতামতের ভিত্তিতেই আগামী দিনের কর্ম পরিকল্পনা গৃহিত হবে।

প্রধাণ বক্তার বক্তব্যে জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন সিকদার বলেন, দেশের মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে। এখন শুরু হবে দুর্বার প্রতিরোধ। সকলের ঐক্যবদ্ধ প্রতিরোধের মুখেই গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্তি পাবে। সে লক্ষ্যে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে প্রস্তুত থাকতে হবে।

এসময় আরো উপস্থিত ছিলেন সাদিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুজ্জামান, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী শাহজাহান, পৌর বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, নারায়ণগঞ্জ জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক শহিদুর রহমান স্বপন, শম্ভুপুরা ইউনিয়ন বিএনপি’র সভাপতি জাহাঙ্গীর হোসেন, বারদী ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী আলী আজগর, নোয়াগাঁ ইউনিয়ন বিএনপি’র সভাপতি তাজুল ইসলাম সরকার, নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি ইজ্জত আলী, সন্মান্দী ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি জহিরুল খন্দকার, নোয়াগাঁ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক হাজী সাইফুল ইসলাম, সন্মান্দী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম, বিদ্যার বাজার ইউনিয়ন বিএনপির সভাপতি তাজুল ইসলাম সরকার, শম্ভুপুরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, বৈদ্যার বাজার বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, নোয়াগাঁও ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক শামীম হোসেন, সাদিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাজী সেলিম সরকার, বারদী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সানাউল্লাহ সানু, বৈদ্যার বাজার ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ, নোয়াগঁ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু বক্কর, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল রানা, সহ সাধারণ সম্পাদক সেলিম হোসেন দিপু, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, সহ সাধারণ সম্পাদক হাজী জলিল প্রমুখ।

আপনার মতামত জানান