প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা চূড়ান্ত ফল প্রকাশ হতে পারে আগষ্ট মাসে

প্রকাশিত



সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে সারা দেশে ৪৫ হাজার শিক্ষক নিয়োগ পরীক্ষা তিন ধাপে নেওয়া হয়েছে। এরই মধ্যে সব ধাপের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। প্রথম ধাপের লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা শুরু হয়েছে। আর দ্বিতীয় ধাপের লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা শুরু হবে ১৯ জুন।

এদিকে, তৃতীয় ও শেষ ধাপের লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য ২৯ জুনের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে বলা হয়েছে। এর পর শুরু হবে মৌখিক পরীক্ষার কার্যক্রম। শেষ এই ধাপের লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা শুরু হবে ৩ জুলাই। এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুর রহমান।

সংশ্লিষ্ট সূত্র বলছে, মৌখিক পরীক্ষার প্রাপ্ত নম্বর ও প্রার্থীদের লিখিত পরীক্ষার প্রাপ্ত নম্বরের ভিত্তিতে ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা’ অনুসরণ করে নিয়োগের জন্য চূড়ান্তভাবে প্রার্থী নির্বাচন করা হবে। জুলাই মাসে চূড়ান্ত ফল প্রকাশ করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার কথা বলে হয়েছিল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে। তবে জুলাই মাসে চূড়ান্ত ফল প্রকাশ করা সম্ভব নাও হতে পারে।

আজ বুধবার (২২ জুন) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, পরীক্ষার্থীর সংখ্যা বেশি হওয়ায় মৌখিক পরীক্ষা নিতে সময় লাগছে। ৩ জুলাই থেকে শুরু হবে তৃতীয় ও শেষ ধাপের মৌখিক পরীক্ষা। এই ধাপের পরীক্ষা শেষ হলে চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে।

মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, ‘চূড়ান্ত ফলাফল এক সঙ্গে প্রকাশ করা হবে। নিয়োগ প্রক্রিয়া দ্রুত শেষ করার জন্য কাজ করা হচ্ছে। আগস্ট মাসে চূড়ান্ত ফল প্রকাশ করা হতে পারে। ’ প্যানেল করার কোনো সম্ভবনা আছে কি না- এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, এই পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করার পর প্যানেল করে নিয়োগ দেওয়ার কোনো সম্ভাবনা নেই।

আপনার মতামত জানান