সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে ৩৮ জুয়াড়ি আটক
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে ৩৮ জুয়াড়িকে আটক করেছে র্যাব। এসময় তাদের কাছ থেকে জুয়া খেলার ২৯ হাজার ৯৪৫ টাকা জব্দ করা হয়। রোববার (১ আগস্ট) রাতে র্যাব-১১ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এর আগে রোববার (১ আগস্ট) সকাল ১০টায় সিদ্ধিরগঞ্জের শিমরাইল ও নিমাইকাশারী এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- মো. দেলোয়ার হোসেন (৫২), মো. সেলিম (৪৫), শ্রী রণজিত চন্দ্র পাল (৪০), মো. দেলোয়ার হোসেন (৩২), মো. মনিরুল ইসলাম (৪০), মো. আলামিন (৩২), মো. জাহিদুল ইসলাম (৩২), মো. জাকির হোসেন (৩৮), মো. ইলিয়াস মিয়া (৩৬), মো. মোশারফ গাজী (৪৬), মো. হাবিব (৩৫), মো. আনোয়ার হোসেন (৪৩), আলী হোসেন (৫০), মো. আবুল কালাম (৪৮), মোসা. সামসুন নাহার (৪৩), মো. হান্নান (৩২), শেখ বাবর আলী (৫৭), মো. শহিদুল ইসলাম খোকন (৪২), মমিন (২৫), মো. আমির হোসেন (২৮), মো. খোকন (২৮), মো. রতন ভূঁইয়া (৩৮), মো. মোক্তার হোসেন (৪৫), মো. নাজির আলী (৫৩), মো. রবিউল ইসলাম রানা (২৭), মো. শাহ আলম (২৬), মোসা. সালমা বেগম (৩৪), মো. আমিরুল ইসলাম (২৬), মো. কামরুল হাসান (৩৬), মো. কিরণ মোল্লা (২৯), মো. সুজন (২২), মো. মনির হোসেন (২৫), মো. রহমত আলী (২৭), মো. নাজমুল ইসলাম (২০), মো. ওমর ফারুক (২৪), বিজয় চন্দ্র সরকার (২৬), মো. এরশাদ আলী (৩০) ও মো. মহসিন (৩২)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সিদ্ধিরগঞ্জ থানাধীন শিমরাইল এবং নিমাইকাশারী এলাকায় কখনো গোপনে আবার কখনো কখনো প্রকাশ্যে চলতো এই জুয়ার আসর। মামলা দিয়ে তাদের থানায় সোপর্দ করা হবে।
সূত্রঃ জাগো নিউজ ২৪।
আপনার মতামত জানান