সোনারগাঁয় কৃষকের পাকা ধান কেটে ঘরে তুলে দিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা

প্রকাশিত



প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যক্ষ নির্দেশনায় ও কেন্দ্রীয় ছাত্রলীগের আহবানে সাড়া দিয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁয় কৃষকের পাকা ধান কেটে, মাড়িয়ে ঘরে তুলে দিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা।



শনিবার (২৮ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত তীব্র তাপদাহ উপক্ষো করে উপজেলার সনমান্দী ইউনিয়নের সনমান্দী গ্রামের এক কৃষকের ৩০ শতক জমির ধান কাটেন। ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক আবু কাউসার আহমেদ এর নেতৃত্বে ধান কাটা হয়।



এছাড়া নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সাকিব, বারদী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শেখ নাজমুল আলম বাবু, সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের এাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ , বারদী ইউনিয়ন ৮নং ওয়ার্ড ছাত্রলীগ এর সাংগঠনিক সম্পাদক আল আমিন সহ অন্যান্য নেতাকর্মীরা ধান কাটায় অংশগ্রহণ করে।



ছাত্রলীগ নেতা আবু কাউসার জানান, কৃষক আলম কাকার জমির ধান পেকে আছে, অথচ কৃষক শ্রমিকের অভাবে ধান কাটতে পারছিলেন না। বিষয়টি জানতে পেরে সকালে আমরা ৩০ শতক জমির ধান কেটে এবং মেশিনে মাড়িয়ে ধানগুলো বস্তা ভর্তি করে আলম কাকার বাড়িতে পৌঁছে দিয়ে এসেছি।

কৃষক আলম বলেন, বর্তমানে ধানকাটা শ্রমিকের বড়ই অভাব। অধিক মজুরি দিয়ে শ্রমিক পাচ্ছিলাম না। এ বিষয়টি জানতে পেরে স্থানীয় ছাত্রলীগের নেতাকর্মীরা কোন রকম পারিশ্রমিক ছাড়াই আমার ধান কেটে দিয়েছে। এতে আমার অনেক উপকার হয়েছে। আমি তাদের প্রতি কৃতজ্ঞ।

নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সাকিব বলেন, ছাত্রলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দের নির্দেশ রয়েছে দেশের সব জেলায় গরিব ও অসহায় কৃষকের পাকা ধান কেটে বাড়িতে পৌঁছে দেওয়ার। আমরা সেই নির্দেশনা অনুযায়ী ধান কেটে দিয়েছি। এতে কৃষকের সম্মতি ছিল। তিনি আমাদের কাজে খুশি হয়েছেন, এতেই আমাদের তৃপ্তি।

আপনার মতামত জানান