সোনারগাঁয়ে দুই যুবক গণপিটুনির শিকার

প্রকাশিত

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের বাড়িচিনিষ গ্রামে হামলার উদ্যেশে বাড়িতে অনধিকার প্রবেশ করার সময় দুই যুবককে ধাওয়া করে গণপিটুনি দিয়েছে এলাকাবাসী। পরে পুলিশ এসে তাদেরকে চিকিৎসার জন্য সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এলাকাবাসীর অভিযোগ দুইজন শীর্ষ সন্ত্রাসী হিসেবে এলাকায় পরিচিত।


দুই যুবক একই এলাকার মাদক ব্যাবসায়ী রুস্তমের ছেলে ইয়ানুর হোসেন সানি (২৮) ও ইউসুফ স্নিগ্ধ (২৫) নামের দুই ভাই। মঙ্গলবার দুপুর ১ টার দিকে উপজেলার বাডি চিনিষ গ্রামের মৃত রশিদ মেম্বারের বাড়িতে অস্ত্রসহ প্রবেশ করতে চাইলে এলাকাবাসী তাদের আটক করে পুলিশে সোপর্দ করে।

এলাকাবাসী জানায়, আটককৃত দুই যুবক দিন দুপুরে অজ্ঞাত আরো কয়েকজন সন্ত্রাসীকে সাথে নিয়ে প্রতিপক্ষের উপরে হামলা করার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র নিয়ে প্রকাশ্যে মহড়া দিচ্ছিল। একসময় বাড়িতে প্রবেশের চেষ্টাকালে বাড়ির সদস্যদের চিৎকারে এলাকাবাসী জড়ো হয়ে তাদের ধাওয়া দিয়ে দুই জনকে ধরে ফেলে গণপিটুনি দেয়।সে সময় সন্ত্রাসীদের হামলায় মৃত রশিদ মেম্বারের ছেলে প্রতিবন্ধী গিয়াসউদ্দিন(৭০),গিয়াস উদ্দিনের স্ত্রী সহ কয়েকজন আহত হয়।আহতদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সুত্রে জানা যায়,সোনারগাঁয়ের শীর্ষ সন্ত্রাসী র‍্যাবের ক্রস ফায়ারে নিহত গিট্টু হৃদয় এর সহযোগী এই দুই ভাইয়ের অত্যাচারে বাড়ি মজলিশ,বাড়ি চিনিষ,বন্দেরা,সাদিপুর সহ কয়েকটি গ্রামের সাধারন মানুষ জিম্মি হয়ে আছে এছাড়া তাদের নিয়ন্ত্রণে কিশোর গ্যাং ও চলছে মাদক ব্যাবসা।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান জানান, গণধোলাইয়ের শিকার দুই ব্যক্তি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে। এখন পর্যন্ত কেউ কোন অভিযোগ করেনি, অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

আপনার মতামত জানান