শহীদ মিনারে জুতা পায়ে উঠা যায় না এটা জানেন না তাহের মেম্বার।

প্রকাশিত




আবু তাহের মেম্বার। নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নেন ৭নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী ও বর্তমান মেম্বার ও তিনি। তার জন্ম ৫২’র ভাষা আন্দোলনের পূর্বে এবং মাতৃভাষা আন্দোলনের দেশ বাংলাদেশেই । সারা বিশ্বের মানুষ যখন ভাষা বীরদের সম্মানে তাদের স্মৃতিতে অম্লান শহীদ মিনারে জুতা নিয়ে উঠে না অথচ বাংলাদেশের একজন জনপ্রতিনিধি জানেই না যে শহীদ মিনারে জুতা পায়ে উঠা যায় না বা শহীদদের সম্মানে কেউ উঠে না। এমনই ঘটনা ফেসবুকে ভাইরাল।

আসন্ন মোগরাপাড়া ইউনিয়নের সাধারন সদস্য পদে মনোনয়ন জমা দিয়ে জুতা পায়ে শহীদ মিনারে উঠে ফটোসেশন করার অভিযোগ উঠেছে এক সদস্য প্রার্থীর বিরুদ্ধে। শহীদ মিনারে উঠে নেতাকর্মীদের নিয়ে বিজয়ে চিহৃ দেখাচ্ছেন শতীর্থদের। এমনই একটি ছবি ভাইরাল হয়েছে ফেসবুকে। যিনি তার শতীর্থদের নিজে জুতা পায়ে শহীদ মিনারে উঠে বিজয় চিহৃ দেখাচ্ছেন তিনি হলেন

জানা গেছে, সোমবার (১৬ মে) মোগরাপাড়া ইউনিয়নের ৭নং মেম্বার পদপ্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিতে উপজেলা নির্বাচন কমিশন অফিসে আসেন মো. আবু তাহের। মনোনয়নপত্র জমা শেষে কর্মী সমর্থকদের নিয়ে সোনারগাঁ উপজেলা পরিষদের শহীদ মিনারে জুতা পায়ে উঠে ফটোসেশন করতে দেখা যায় তাকে।

এদিকে গতকাল ফেসবুকে আবু তাহের মেম্বারের জুতা পায়ে শহীদ মিনারে উল্লাসের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশ করার পর সমালোচনার ঝড় বইছে৷ তীব্র নিন্দা ও ক্ষোভে তার বিচার দাবি করেছেন অনেকেই।

এই বিষয়ে আবু তাহের বলেন, শহীদ মিনারে জুতা পায়ে উঠা যায় না এটা আমার জানা ছিল না। আমাদের সাথে যারা ছিল তারা কেউ আমাকে এই বিষয় জানায়নি। আমাদের বড় ধরনের ভুল হয়ে গেছে।

উল্লেখ্য যে, মামলা জনিত কারণে আটকে থাকার পর আগামী ১৫ জুন নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ের মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

আপনার মতামত জানান