রবিন্দ্র গোপ নারী সহ আটক

প্রকাশিত

ডেইলি সোনারগাঁ >>
নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন (জাদুঘর) এর সাবেক পরিচালক কবি রবীন্দ্র গোপ অসামাজিক কার্যকলাপের সময় স্থানীয় জনতারা এক নারী সহ আটক করেছে। ১৩ জুন বৃহস্পতিবার দুপুরে যাদুঘরের ডাক বাংলোর ভিতরের একটি কক্ষ থেকে রবীন্দ্র গোপ ও এক নারীকে আটক করা হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়েছে। স্থানীয় সাংবাদিক ও পুলিশের সাথে অসংলগ্ন কথাবার্তা বলে পার পাওয়ার চেষ্টা করেন। তিনি জানান, সকালে ডাকবাংলোতে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা তার সাথে দেখা করে বের হওয়ার পরেই জনতা তাকে ঘিরে রাখে। উপজেলা প্রশাসন সুত্রে জানা যায়, নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার ঈদের ছুটিতে দেশের বােইরে আসেন। তার বিরুদ্ধে এর আগেও এসব কার্যকলাপের অভিযোগ রয়েছে। তিনি দায়িত্ব পালন কালে তার অফিসের পিছনেই একটা বেডরুম তৈরি করেন। যেখানে নারীদের এনে অসামাজিক কার্যকলাপ করতেন বলেও অভিযোগ রয়েছে। ক্ষমতার দাপটে তিনি দীর্ঘ ১০ বছর এহেন কুকর্ম নেই যা তিনি করেননি।

ফাউন্ডেশন সুত্রে জানা যায়, গতকাল রাতে রবিন্দ্র গোপের বড় ছেলের শশুর মারা গেছে। এ সংবাদ পেয়ে তার ২ ছেলে ও নাতিরা সেখানে চলে যায়। এবং তার ছেলের সন্তানসম্ভমা স্ত্রীকে সিজারের জন্য ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ কারনেই ডাকবাংলো ছিলো পুরো ফাঁকা। সুযোগে বুঝে ৬৭ বছর বয়সের রবিন্দ্র গোপ সকালে একটি মেয়েকে ডেকে নিয়ে যায় ডাক বাংলোতে। বিষয়টি স্থানীয় লোকজনের চোখে পড়ে। দীর্ঘ সময় মেযেটি ডাকবাংলো থেকে বের না হওয়ায় তারা সেখানে গিয়ে অসামাজিক কার্যকালাপের সময় হাতে নাতে রবিন্দ্র গোপকে আটক করে।

উল্লেখ্য যে, ১৭ মে তার চুক্তিভিত্তিক মেয়াদ শেষ হলেও তিনি অবৈধবাবে সরকারি ডাক বাংলোতে অবস্থান করছিলেন। ক্ষমতার অপব্যবহার, অসামাজিক কর্মকান্ড, কর্মচারিদের সাথে দূর্ব্যবহার ও সবাইকে তুচ্ছতাচ্ছিল্য করেছেন।

খবর পেয়ে সোনারগাঁ থানা পুলিশ জনতার রোষানল থেকে বাঁচাতে রবিন্দ্র গোপ ও মেয়েটিকে ডাক বাংলো থেকে থানা হেফাজতে নিয়ে যায়।

আপনার মতামত জানান