অষ্টম শ্রেণি – বাংলা

প্রকাশিত

গদ্যভিত্তিক পাঠ প্রস্তুতি

বহু নির্বাচনী প্রশ্ন

এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম

উদ্দীপকটি পড়ে সংশ্লিষ্ট প্রশ্নগুলোর উত্তর দাও : পলাশপুর ইউনিয়ন পরিষদের মামুন শিকদার মেম্বার হিসেবে নির্বাচিত হওয়ার পর এলাকার উন্নয়নে কোনো কাজ করেননি। পরবর্তী নির্বাচনে তিনি বিপুল ভোটে আমিন হাজির কাছে পরাজিত হন।

১। উদ্দীপকের মামুন শিকদার ‘এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম’ রচনার কোন চরিত্রের সঙ্গে সাদৃশ্যপূর্ণ?

(ক) ইয়াহিয়া খান (খ) আইয়ুব খান

(গ) শেখ মুজিবুর রহমান

(ঘ) ভুট্টো

২। উল্লিখিত চরিত্রটির পরবর্তী কার্যক্রম ছিল—

(ক) অ্যাসেম্বলিকে কসাইখানা বানানোর কথা ঘোষণা

(খ) গণতন্ত্র হত্যার ষড়যন্ত্রে লিপ্ত হওয়া

(গ) পূর্ব পাকিস্তানের সর্বত্র প্রতিবাদ ও বিক্ষোভের ঝড় তোলা

(ঘ) অ্যাসেম্বলি চলার ঘোষণা দেওয়া

৩। কোন সালের নির্বাচনে জয়লাভ করেও আওয়ামী লীগ গদিতে বসতে পারেনি?

(ক) ১৯৫৪ (খ) ১৯৬৯

(গ) ১৯৬৬ (ঘ) ১৯৫৮

মাগো, ভাবনা কেন/ আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে/ তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি/ তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি

৪। উদ্দীপকের ভাব ‘এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম’ রচনার কোন বাক্যকে সমর্থন করে?

(ক) আমরা বাঙালিরা যখনই ক্ষমতায় যাওয়ার চেষ্টা করেছি, তখনই তারা আমাদের ওপর ঝাঁপিয়ে পড়েছে

(খ) সেই অস্ত্র ব্যবহার হচ্ছে আমার দেশের গরিব-দুঃখী নিরস্ত্র মানুষের বিরুদ্ধে

(গ) পশ্চিম পাকিস্তানের মেম্বাররা যদি এখানে আসে, তাহলে কসাইখানা হবে অ্যাসেম্বলি

(ঘ) আমরা যখন মরতে শিখেছি, তখন কেউ আমাদের দমাতে পারবে না

৫। উক্ত সাদৃশ্যপূর্ণ বাক্যটি নিচের কোনটিকে নির্দেশ করে?

(ক) যেমন কর্ম তেমন ফল

(খ) যেমন কুকুর তেমন মুগুর

(গ) করঙ্গে অত্তর মরেঙ্গে

(ঘ) ঢিলটি মারলে পাটকেলটি খেতে হয়

৬। উদ্দীপকটি ‘এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম’ রচনার নিচের কোন বাক্যকে নির্দেশ করে—

i. রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেবো

ii. এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম

iii. শান্তিপূর্ণভাবে আপনারা হরতাল পালন করুন

নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii (খ) i ও iii

(গ) ii ও iii (ঘ) i, ii ও iii

৭। ‘প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো’—কেন বঙ্গবন্ধু এ কথা বলেছেন?

(ক) বাঙালিদের সাবধানতা অবলম্বন করার জন্য

(খ) শত্রুর বিরুদ্ধে প্রতিশোধমূলক ব্যবস্থা জোরদার করার জন্য

(গ) অস্ত্রশস্ত্র সংগ্রহ করে রাখার জন্য

(ঘ) রাস্তাঘাট বন্ধ করে দুর্গে অবস্থান করার জন্য

৮। ‘ওরা এ দেশের নয়’—‘ওরা’ হলো—

i. ইয়াহিয়া খান ii. জুলফিকার আলী ভুট্টো

iii. পশ্চিম পাকিস্তানিরা

নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii (খ) ii ও iii

(গ) i ও iii (ঘ) i, ii ও iii

৯। বাংলাদেশের সংবিধান কবে রচিত হয়?

(ক) ১৯৭১ সালে (খ) ১৯৭২ সালে

(গ) ১৯৭৩ সালে (ঘ) ১৯৭৪ সালে

আমাদের লোকশিল্প

রেখা সিরামিকের একটা মগ কিনে দোকানিকে তাতে নিজের একটা ছবি ও নাম খোদাই করে দিতে বলে

১০। উদ্দীপকটি তোমার পঠিত ‘আমাদের লোকশিল্প’ রচনার নিচের কোন শিল্পকে নির্দেশ করে?

(ক) নকশি কাঁথা

(খ) পোড়ামাটির কাজ

(গ) কাঁসা-পিতলের বাসনপত্র

(ঘ) প্রতীকধর্মী মাটির টেপাপুতুল

১১। কোনটি মৌলিক বৈশিষ্ট্যের পরিচায়ক?

(ক) নকশি কাঁথা (খ) ঢাকাই মসলিন

(গ) খাদি কাপড় (ঘ) শীতল পাটির নকশা

১২। সাধারণ সামগ্রী হলেও যারা এগুলো তৈরি করে তাদের সৌন্দর্যপ্রিয়তার প্রকাশ ঘটে, যেটির মাধ্যমে তা হলো—

i. খুঁটি-দরজা ii. মাটির তৈজসপত্র

iii. শিকা, হাতপাখা

নিচের কোনটি সঠিক?

(ক) i (খ) ii

(গ) iii (ঘ) i, ii ও iii

খোকা বর্গাদার তার জমির মালিকের মেয়ের বিয়ে উপলক্ষে গ্রাম থেকে অনেক ফুলপিঠা তৈরি করে আনে।

১৩। উদ্দীপকে খোকার এই উপহারটিকে শিল্পগুণ বিচারে কোন শ্রেণির অন্তর্ভুক্ত করা যায়?

(ক) গ্রাম্য শিল্প (খ) কুটির শিল্প

(গ) চারুশিল্প (ঘ) পিঠাশিল্প

১৪। এরূপ উপহার দেওয়ার পেছনে খোকার উদ্দেশ্যকে ‘আমাদের লোকশিল্প’ প্রবন্ধের আলোকে বলা যায়—

i. অর্থ সাশ্রয় করা যায় ii. লোকশিল্পকে বাঁচিয়ে রাখে

iii. ঐতিহ্যকে ধরে রাখা

নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii (খ) ii ও iii

(গ) i ও iii (ঘ) i, ii ও iii

১৫। ‘বেশ নিপুণতার দাবি রাখে’—কী?

(ক) নকশি কাঁথা (খ) হাতির দাঁতের শীতল পাটি

(গ) জামদানি শাড়ি

(ঘ) বরিশালের কাঠের নৌকার কাজ

১৬। কোনটি ‘অপ্রতুল নয়’ বলা হয়েছে?

(ক) বাঁশ (খ) কাঠ

(গ) মাটি (ঘ) শোলা

১৭। লোকশিল্প সংরক্ষণ করতে হবে—

i. প্রসারের জন্য ii. বেকারত্ব দূরীকরণের জন্য

iii. সুরুচিপূর্ণ লোকশিল্প প্রস্তুতির জন্য

নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii (খ) i ও iii

(গ) ii ও iii (ঘ) i, ii ও iii

সুখী মানুষ

মানুষ ক্রমেই আত্মকেন্দ্রিক হয়ে পড়ছে। বিত্তবৈভব অর্জন আর সুখের দুর্ভাবনায় তাদের আয়ু কমে যাচ্ছে।

১৮। উদ্দীপকের এই মানুষ ‘সুখী মানুষ’ নাটিকার কার প্রতিনিধিত্ব করছে?

(ক) সুখী মানুষ (খ) মোড়ল

(গ) কবিরাজ (ঘ) হাসু

১৯। উক্ত চরিত্রটির সঙ্গে সাদৃশ্যপূর্ণ বাক্য কোনটি?

(ক) এই নিষ্ঠুর মোড়লকে যদি বাঁচাতে চাও, তাহলে একটি কঠিন কর্ম করতে হবে

(খ) আমি বাঁচব, জামা এনে দাও

(গ) আমি মস্ত বড় বাদশা

(ঘ) অন্যের মনে দুঃখ দিলে কোনো দিন সুখ পাবে না।

কিছু মানুষ আছে, যারা সারা দিন হাড়ভাঙা খাটনি খাটে, তাতে হয়তো একটি দিনের আহারও জোটে না। তবু তাদের মনে কোনো গ্লানি, হতাশা নেই।

২০। উদ্দীপকের এই মানুষ ‘সুখী মানুষ’ নাটিকার কার প্রতিনিধিত্ব করে?

(ক) লোক (খ) রহমত

(গ) হাসু (ঘ) কবিরাজ

বহু নির্বাচনী প্রশ্নের উত্তর : ১. ক ২. খ ৩. ক ৪. ঘ ৫. গ ৬. ক ৭. খ ৮. ঘ ৯. খ ১০. গ ১১. ঘ ১২. গ ১৩. খ ১৪. খ ১৫. ঘ ১৬. ক ১৭. ক ১৮. খ ১৯. খ ২০. ক।

আপনার মতামত জানান