‘মাছ উৎসব’

প্রকাশিত



প্রতি বছরের ন্যায় এবারো ঠাকুরগাঁওয়ের বুড়ির বাঁধে মাছ ধরা উৎসব শুরু হয়েছে। হাজারো মানুষ জাল, পলো ও মাছের খলই এবং ছোট ছোট ছিপ নিয়ে অংশ নেন এ উৎসবে। শুক্রবার মধ্য রাতে সদর উপজেলা আকচা ও চিলারং ইউনিয়নের মাঝামাঝি এলাকায় নির্মিত বাঁধের গেট খুল দেওয়া হয়। শনিবার সকাল থেকে এমন মাছ ধরার দৃশ্য চোখে পড়ে। মাছ ধরা চলবে পানি না শুকানো পর্যন্ত।

জানা যায়, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে ১৯৫১ সালে শুরু হয় এই বাঁধ নির্মাণের কাজ। পরে ১৯৫৭ সালের দিকে শেষ হয়ে ১৯৭৮ সালের দিকে সেচ কার্যক্রম শুরু হয় এখানে। এরপর থেকেই শুষ্ক মৌসুমে এ অঞ্চলের কৃষি জমির সেচসুবিধার জন্য সদর উপজেলার আকচা ও চিলারং ইউনিয়নের মাঝ সীমানায় শুক নদীতে বুড়ির বাঁধ নামের একটি জলকপাট নির্মাণ করা হয়। এই জলকপাটে আটকে থাকা পানিতে প্রতিবছর জেলা মৎস্য অধিদপ্তর বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করে থাকেন। আর এ পোনাগুলো যাতে কেউ শিকার করতে না পারে তাই এর দেখাশোনার দায়িত্ব থাকে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের। শীতের শুরুতেই এসব মাছ সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এভাবেই বছরের পর বছর ধরে বুড়ির বাঁধ এলাকায় মাছ ধরার উৎসব চলে আসছে।

আপনার মতামত জানান