বিপিএম ও পিপিএম পদক পাচ্ছেন নারায়ণগঞ্জের দুই কর্মকর্তা

প্রকাশিত

প্রতি বছরের ন্যায় এবারও সেবা, সাহসিকতা ও বীরত্বপূর্ণ ভূমিকার জন্য এবার বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও প্রেসিডেন্ট পুলিশ পদক (পিপিএম) পদক পাচ্ছেন পুলিশের ১১৮ জন পুলিশ কর্মকর্তা ও সদস্য।

একটি নির্ভরযোগ্য সুত্র জানায়, ১১৮জনের নাম চূড়ান্ত করে পুলিশ সদর দপ্তর থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এই তালিকা পাঠানো হয়েছে। দু`একদিনের মধ্যে পদকপ্রাপ্তদের ব্যাপারে গেজেট প্রকাশ হবে। এ তালিকায় আছেন নারায়ণগঞ্জ পুলিশ ও র্যাবের ২ কর্মকর্তা। তারা হলেন, র্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিন, নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ মনিরুল ইসলাম।

জঙ্গি দমনে অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ ২০১৮ সালে আলেপ উদ্দিন প্রেসিডেন্ট পুলিশ পদক (পিপিএম) পেয়েছিলেন।

আগামী ৫ জানুয়ারি রাজধানীর রাজারবাগে পুলিশ সপ্তাহের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুলিশ কর্মকর্তা ও সদস্যদের হাতে এই পদক তুলে দেবেন।

আপনার মতামত জানান