ঈদে সোনারগাঁ থানা পুলিশের বাড়তি নিরাপত্তা ব্যবস্থা

প্রকাশিত

ঈদকে সামনে রেখে সারা দেশের ন্যায় সোনারগাঁয়ে চারস্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে পুলিশ। মসজিদ, গুরুত্বপূর্ণ এলাকা, স্থাপনায় থাকবে পুলিশি নজরদারি ও চেকপোস্ট।

সোনারগাঁ ওসি (অপারেশন) আলমগীর মিয়া জানান, সোনারগাঁবাসী যাতে নির্বিঘ্নে ঈদ আনন্দ উপভোগ করতে পারে সে জন্য পুলিশ কয়েকটিস্তরে নিরাপত্তা জোড়দার রাখবে

ওসি হেলালউদ্দিন (তদন্ত ) বলেন, ঈদ পূর্ববর্তী, ঈদের সময় ও ঈদ পরবর্তী সময়ের জন্য বাড়তি নিরাপত্তা পরিকল্পনা নিয়েছে পুলিশ। এ সময় পাড়া-মহল্লার প্রতিটি সড়কেই পুলিশের টহল বাড়ানো হবে। ছুটির দিনগুলোতে অপরাধীরা যেন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সে ব্যাপারে সজাগ আছে পুলিশ।

সোনারগাঁ থানার ওসি মনিরুজ্জামান জানান, ঈদে সোনারগাঁয়ে গুরুত্বপূর্ণ স্থানে পুলিশের বিশেষটিম কাজ করবে। কাঁচপুর, মদনপুর, শেখের টেক, মোগরাপাড়া ও মেঘনাঘাট সহ বিভিন্ন স্থানে পুলিশ পাহারা থাকবে। পুলিশের পাশাপাশি সাদা পোশাকে থাকবে ডিএসবির বিশেষ টিম। নিয়মিত পেট্টোল ডিউটির নাথে থাকবে মোবাইল টিম। এছাড়া নিয়মিত তদারকিতে থাকবো আমি, তদন্ত ওসি হেলালউদ্দিন ও ওসি অপারেশন আলমগীর।

তিনি আরো বলেন, প্রতিটি ঈদ গাহে মুসল্লিদের নিরাপত্তার জন্য থাকবে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।

আপনার মতামত জানান