আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন

প্রকাশিত



“নারী নির্যাতন বন্ধ করি কমলা রঙের বিশ্ব গড়ি” এই পতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমা আক্তারের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান অ্যাড. সামছুল ইসলাম ভূইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি , উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল জব্বার, প্যানেল মেয়র জাহেদা আক্তার মনি, নারী উদ্যোক্তা আলেয়া আক্তার প্রমূখ।

এ সময় বক্তারা বলেন, বেগম রোকেয়া শুধু নারী শিক্ষার অগ্রদূতই ছিলেন না। তিনি ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী। বিংশ শতাব্দীর প্রথম দশকে বেগম রোকেয়া তার শাণিত অন্তর্দৃষ্টি দিয়ে উপলব্ধি করেছিলেন সমাজে নারীর অধস্তন অবস্থা নারী উন্নয়নের পথে প্রধান অন্তরায়। তাই তার চিন্তা-ভাবনা-উদ্বেগ সর্বক্ষণ আবর্তিত ছিল নারী জাগরণ ও সমঅধিকার প্রতিষ্ঠাকে কেন্দ্র করে।

অনুষ্ঠানে উপজেলার ৫জন সফল নারীকে শ্রেষ্ঠ জয়ীতার বিভিন্ন ক্যাটাগরীতে জয়িতা পদক প্রদান করা হয়।

আপনার মতামত জানান