জাতিসংঘের অভিবাসন সংস্থা আইওএম প্রশংসা করল হায়দার আলীর

প্রকাশিত



মানবপাচার প্রতিরোধে সংবাদমাধ্যমে লেখনির মাধ্যমে অবদান রাখায় সাংবাদিক হায়দার আলীর প্রশংসা করেছে জাতিসংঘের অভিবাসন সংস্থা আইওএম।

আজ বুধবার সংস্থাটির ফেসবুক পেইজে প্রশংসা জানিয়ে লিখেছে, ‘সাংবাদিক হায়দার আলী অনেক বছর ধরে অনুসন্ধানী প্রতিবেদনের মাধ্যমে মানব পাচার প্রতিরোধে অবদান রাখছেন। তার প্রতিবেদনের মাধ্যমে আমরা জানতে পেরেছি মানব পাচারের ভয়াবহ চিত্র, যা বিভিন্ন পক্ষকে মানব পাচার প্রতিরোধে কাজ করতে সহায়তা করেছে।’

জাতিসংঘের এই সংস্থাটি আরো লিখেছে, ‘বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবসে দৈনিক কালের কণ্ঠের এই সাংবাদিকের কাজের স্বীকৃতি জানাই আমরা। আসুন আমরা সবাই মিলে রুখে দাঁড়াই মানব পাচারের বিরুদ্ধে।’

সংস্থাটি প্রশংসা বাক্য সম্বলিত পোস্টের সাথে হায়দার আলীর একটি বক্তব্যের ভিডিও যুক্ত করেছে।

মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে গত বছরের ২৩ জুলাই থেকে ২৮ জুলাই ছয় পর্বের অনুসন্ধানী প্রতিবেদন কালের কণ্ঠ পত্রিকায় বিশেষ গুরুত্ব দিয়ে প্রকাশিত হয়েছিল। কালের কণ্ঠের পাশাপাশি মালয়েশিয়ার জনপ্রিয় মালয়েশিয়াকিনি পত্রিকায় ৪ পর্বের ধারাবাহিক প্রতিবেদন হায়দার আলীর নামেই প্রকাশিত হয়। এছাড়াও হায়দার আলীর মানবপাচার নিয়ে বিভিন্ন সময় অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয় কালের কণ্ঠে।

স্বপ্ন নিয়ে মালয়েশিয়ায় পাড়ি দেওয়া শ্রমিকদের স্বপ্নভঙ্গের ঘটনা নিয়ে কালের কণ্ঠে আন্তর্জাতিক অনুসন্ধানমূলক প্রতিবেদনের জন্যে সাংবাদিক হায়দার আলীকে পুরস্কৃত করে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান।

সুত্র: কালের কন্ঠ

আপনার মতামত জানান