হোমনায় ৩৫০ পরিবারের মাঝে চেয়ারম্যান আবুল বাশার মোল্লার ত্রাণ বিতরণ

প্রকাশিত

সৈয়দ আনোয়ার,হোমনা,কুমিল্লা >>
কুমিল্লা হোমনা থানায় ঘর বন্দী কর্মহীন শ্রমজীবী অসহায় মানুষদের সহায়তায় চান্দেরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল বাশার মোল্লা ত্রাণ বিতরণ করেছেন। আজ সকালে হোমনা-তিতাস আসনের সংসদ সদস্য সেলিমা আহমেদ এর নির্দেশে নেতা কর্মীদের সাথে নিয়ে এ ত্রাণ সহায়তা করেন।

উপকারভোগীরা জানান, চেয়ারম্যানের নিজস্ব অর্থায়নে ইউনিয়নের ৩৫০ জন দিনমজুর, রিকশাচালক, ভ্যানগাড়ি চালক, পরিবহন শ্রমিক,ফেরিওয়ালা, হতদরিদ্রের মাঝে ৫কেজি চাল, ১ কেজি ডাল ও একটি করে সাবান বিতরণ করেন। ই্উনিয়নের বিভিন্ন গ্রাম ঘুরে ঘুরে এ ত্রাণ বিতরণ করেন।

ত্রাণ বিতরণে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মহসিন সরকার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহিনুজ্জামান খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক গাজী ইলিয়াস, আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেন মাস্টার সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দ। এ সময় চেয়ারম্যান আবুল বাশার মোল্লা বলেন, আমরা এক কঠিন বিপদে অতিক্রম করছি। এই মুহূর্তে খেটে খাওয়া হতদরিদ্র মানুষগুলোর পাশে সামর্থ্যবান সকলের এগিয়ে আসা উচিত। যার যার সাধ্যমত এই মানুষগুলোকে সহায়তা করতে হবে এটা কোন দান কিংবা ভিক্ষা নয় মানুষে মানুষের প্রতি সহযোগিতা।

তিনি আরো বলেন, মহামারী করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সকলকে ঘরে থাকার আহ্বান জানিয়ে বলেন, আপনারা যার যার ঘরে অবস্থান করুন, কেউ না খেয়ে থাকবেন না, কেউ বিনা চিকিৎসায় মরবেন না। আমাদের মমতাময়ী মা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের চিকিৎসা এবং খাবারের ব্যবস্থা করেছেন। সকলে ধৈর্য ধরে সৃষ্টিকর্তার নিকট এই বিপদ থেকে মুক্ত হওয়ার জন্য প্রার্থনা করুন।

আপনার মতামত জানান