গাজী অমি ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে

প্রকাশিত

গাজী সুরাইয়া আলমগীর অমি ২০১৯ সালে অনুষ্ঠিত জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় সোনারগাঁ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে। এরপুর্বে ২০১৬ সালে অনুষ্ঠিত প্রাথমিক সমাপনী পরীক্ষায় ভট্রপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে জিপিএ ৫ (এ+) পেয়ে কৃতিত্বের সহিত উত্তীর্ণ হয়েছে।

গাজী সুরাইয়া আলমগীর অমি গাজী আলমগীর হোসেন ও সোনারগাঁ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা নুরতাজ বেগম দম্পতির কন্যা । গাজী আলমগীর বিবিসি প্রেস ডটকম অনলাইন পোর্টালের বার্তা সম্পাদক ও দৈনিক নওরোজের সোনারগাঁ উপজেলা প্রতিনিধি। সে মেডিসিন বিশেষজ্ঞ গাজী জাহাঙ্গীর হোসেনের ভাতিজী ।

সন্তানের এই কৃতিত্তের জন্য স্কুলের প্রধান শিক্ষক, সিনিয়র সহকারী শিক্ষক ও সহকারী শিক্ষকদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তার পিতা-মাতা এবং সাংবাদিক কন্যার উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় সকলের কাছে দোয়া কামনা করেছেন।

আপনার মতামত জানান