শীত

প্রকাশিত

শীত

রুস্তম আলী

শীতে হাত পা কন্ কন্
মাথা কপাল টন্ টন্
কাঁপে দেহ থরথর
শরীরে মোড়ানো চাদর।
রাতে লেপ গায় গতরে
ঘুম থেকে উঠে ভোরে
হাত পা গুটিসুটি
আগুনের পাশে জুটি।
সূর্যটা দিলে উঁকি
বসি তার মুখমুখি,
গায়েতে ধরে গরম
শীত রোদ মনোরম।
_______

কবি রোস্তম আলী (মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ, ভারত)

আপনার মতামত জানান