আল-মোস্তফা গ্রুপের প্রতিষ্ঠানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ম্যানেজারের মৃত্যু

প্রকাশিত

ডেইলি সোনারগাঁ >>
সোনারগাঁ উপজেলার বৈদ্যের বাজারে অবস্থিত আল-মোস্তফা গ্রুপের জাহাজ ও বাল্কহেড নিমার্ণ প্রতিষ্ঠানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বুলবুল খান (৩৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১১ টায় এ ঘটনা ঘটে।

নিহত বুলবুল খান সাফা এন্টারপ্রাইজ নামক একটি বাল্কহেড নির্মাণ কাজের ম্যানাজার ও সনমান্দি গ্রামের মৃত আঃ রশিদ খানের ছেলে। সাফা এন্টারপ্রাইজ মালিক মোঃ মাসুদ রানা তার একটি বল্কহেড নিমার্ণের জন্য প্রতিমাসে ৬০ হাজার টাকায় জমির ভাড়া ও ৫০ হাজার টাকাবিদুৎ বিল পরিশোধের শর্তে ইউরো মেরিন শিপ বিল্ডার্স শিপইয়ার্ডের সাথে চুক্তি করেন।

জানা যায়, প্রতিদিনের মতো তিনি বাক্লহেডে নিমার্ণের তদারকি করতে গেলে ওয়েলডাররা জানান বিদ্যুতের ত্রুটির কারনে সকাল থেকে কাজ বন্ধ। এ সময় তিনি বিদ্যুতের তারে ফায়ারিং লক্ষ করে কোম্পানীর লাইনম্যানকে তা মেরামতের জন্য বলে নিমার্ণাধীন বাল্কহেডের কাছে চলে যান। সেখানে যাওয়ার পরপরই ত্রুটিপূর্ন বিদ্যুৎ লাইন থেকে বিদ্যুৎষ্পৃষ্ট হয়ে বুলবুল মাটিতে পড়ে যায়। কোম্পানীর সাব ষ্টেশন রুম তালাবদ্ধ থাকায় মেইনলাইন বন্ধ করা সম্ভব হয়নি। এতে সে অঅরো মারাত্মক আহত হয়। পরে কর্মরত ওয়েলডার ও টেনিশিয়ানদের সহযোগিতায় বুলবুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

সরেজমিন ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, উপজেলার বৈদ্যের বাজার এলাকায় মেঘনা নদী ও মারীখালী নদী দখল করে অপরিকল্পিত ও অনিরাপদভাবে গড়ে তুলেছে আল-মোস্তফা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান ইউরো মেরিন শিপ বিল্ডার্স। এখানে জমি ও বিদ্যুৎ ভাড়া দিয়ে বিভিন্ন ব্যক্তিমালিকানাধীন জাহাজ ও বল্কহেড নির্মাণ করা হয়। যেখানে সেখানে বিদ্যুতের তার এলোমেলোভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সেখানে একটি মাত্র সার্কিট থেকে ১০/১২ টি বাল্কহেডের বিদ্যুৎসরবরাহ করা হয়েছে বলে জানান জাহাজ শ্রমিকরা। তারা জানান, সরকারি অনুমতি ছাড়াই অবৈধভাবে গড়ে তোলা হয়েছে এ নির্মাণ করাখানাটি। সরকারের তদারকি না থাকায়, শ্রমিকদের নিরাপত্তা ব্যবস্থা না রেখেই প্রতিদিন কাজ চলছে। তাছাড়া বিদ্যুৎ সরবরাহের কক্ষটি তালাবদ্ধ থাকায় শ্রমিকরা ক্ষোভ প্রকাশ করেন। তারা জানান, যে কোন সময় দূর্ঘটনা ঘটলে বিদ্যুৎ সংযোগ বন্ধ করার ব্যবস্থা না থাকায় বড় রকমের অঘটন ঘটতে পারে।

এ ব্যাপারে মুঠোফোনে যোগাযোগ করে আল মোস্তফা গ্রুপের কাউকে পাওয়া যায়নি।

সোনারগাঁ থানার ওসি মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আপনার মতামত জানান