রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা সলিমুল্লাহ’র দাফন সম্পন্ন
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা সলিমুল্লাহ’র দাফন সম্পন্ন হয়েছে। ৩১ আগষ্ট শনিবার বাদ যোহর সনমান্দি ইউনিয়নের ইমানেরকান্দি ঈদগাহ মাঠে গার্ড অব অনার প্রদান শেষে তার জানাযা সম্পন্ন হয়৷
জানাযা শেষে ইমানেরকান্দি কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। রাষ্ট্রীয় মর্যাদা প্রদানের সময় উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা সহকারী কর্মকর্তা (ভূমি) নাজমুল হোসাইন, সোনারগাঁ উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন, সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম, নারায়ণগঞ্জ মহানগর সিনিয়র সহ সভাপতি চন্দন শীল, নারায়ণগঞ্জ জেলা পরিষদ সদস্য মোস্তাফিজ রহমান মাছুম, স্থানীয় মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
পারিবারিক সুত্বীর জানায়, বীর মুক্তিযোদ্ধা সলিমুল্লাহ ব্রেনস্ট্রোক করে শনিবার (৩১ আগষ্ট) রাত ৩টায় রাজধানীর আনোয়ার খান মর্ডান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর৷ তিনি আদমজী জুট মিলের সাবেক শ্রমিক নেতা ছিলেন।
আপনার মতামত জানান