গ্রাজুয়েট ফাউন্ডেশনের মানব বন্ধন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনপুর চৌরাস্তা এলাকায় ফুটওভার ব্রিজের দাবিতে মানববন্ধন করেছেন ‘গ্র্যাজুয়েট ফাউন্ডেশন’ নামে একটি সংগঠন। ৩০ আগষ্ট শুক্রবার বিকেল ৪ টায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে প্রধান বক্তারা বলেন, প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে জনসাধারণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনপুর সড়ক পারাপার হচ্ছে। বিভিন্ন সময়ে এখানে সড়ক দুর্ঘটনায় অনেক হতাহতের ঘটনা ঘটেছে। একের পর এক প্রাণহানি ঘটলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এখন পর্যন্ত কোন টনক নড়েনি। বর্তমানে এ এলাকায় ফুটওভার ব্রিজ নির্মাণ একান্ত জরুরি হয়ে পড়েছে। অবিলম্বে এ এলাকায় মানুষের নিরাপদ যাতায়াতের লক্ষ্যে ফুটওভার ব্রিজ নির্মাণের জোর দাবি রাখেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, ফাউন্ডেশনের ফাউন্ডেশন চেয়ারম্যান মামুন মোল্লা, পরিচালক দ্বীন ইসলাম অনিক, ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম সাহিন, মোঃ ইমরান, সদস্য এইচএম জাহাঙ্গীর, রাসেল সাহিন, মীমরাজ হোসেন রাহুল, মোমেন মোল্লা সহ আরো অনেকে। এসময় অন্যান্যদের সাথে স্থানীয় জনসাধারণ উপস্থিত হয়ে মানববন্ধন সফল করতে সহায়তা করে।
মদনপুরে ফুটওভার ব্রীজের দাবীতে মানববন্ধন করেছে গ্র্যাজুয়েট ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠণ। শুক্রবার বিকেল ৫টায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বন্দর উপজেলাধীন মদনপুর চৌরাস্তায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জানা যায়, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মদনপুর বাসস্ট্যান্ড একটি ব্যস্ততম জায়গা। এই মহাসড়কের আশেপাশে ১৫টি শিক্ষা প্রতিষ্ঠান, ব্যক্তি মালিকাধীন হাসপাতাল, ক্লিনিক সহ প্রায় ৫০টি শিল্প প্রতিষ্ঠানের হাজার শ্রমিক, শিক্ষার্থী, পথচারী ও স্থানীয় ব্যবসায়ীরা দিনরাত জীবনের ঝুঁকি নিয়ে মদনপুর মহাসড়ক পারাপার হয়।
মহাসড়ক পারাপারের সময় সড়ক দূর্ঘটনায় প্রখ্যাত বাউল শিল্পী এছাক সরকার, পাইকপাড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, আল বারাকাহ হাসপাতালের মালিক সহ নাম জানা অনেকে সড়ক দূর্ঘটনায় অকালে মৃত্যুবরণ করেছেন।প্রত্যক্ষদশী ও স্থানীয় এলাকাবাসী জানান,এখানে প্রতিদিনই রাস্তা পারাপারের সময় ছোট বড় সড়ক দূর্ঘটনায় অনেকে পঙ্গুত্ববরণ করছেন।
এসময় বক্তারা নিরাপদে রাস্তা পারাপার ও অনাঙ্খিত অকাল মৃত্যু ঠেকাতে ফুটওভার ব্রীজ নির্মাণের জোড় দাবী জানান।
মানব বন্ধনে ফাউন্ডেশনের চেয়ারম্যান মামুন মোল্লা, দ্বীন ইসলাম অনিক, ইঞ্জিঃ সিরাজুল ইসলাম শাহিন, মোঃ দ্বীন ইসলাম অনিক, দুলাল হোসাইন,এইচএম জাহাঙ্গীর,কামরুজ্জামান রানা, মোঃ রুহুল আমিন,মোমেন মোল্লা,আনিসুর রহমান,আব্দুল হালিম মাষ্টার,দ্বীনইসলাম,মোঃ মিমরাজ,বাদল ও সংগঠণের অন্যান্য সদস্য সহ উপস্থিত ছিলেন বন্দর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ, মো শাহ আলম,হাসান আলী মাষ্টার প্রমূখ।
আপনার মতামত জানান