যায়যায়‌দিনের সম্পাদনায় ফিরলেন শ‌ফিক রেহমান

প্রকাশিত


বিশেষ প্রতিনিধি:
দীর্ঘ ১৭ বছর পর বহুল প্রচারিত দৈনিক যায়যায়দিনের সম্পাদনায়ড় ফিরলেন প্রবীণ সাংবাদিক, রাজনৈতিক বিশ্লেষক, টিভি উপস্থাপক ও লেখক শফিক রেহমান। আজ বিকেল ৫ টায় তিনি সম্পাদনায় ফিরেছেন। প্রিয অভিভাবককে পেয়ে যায়যায়দিনের সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীরা আবেগ আপ্লুত হয়ে পড়েন। এ সময় ৯০ বছরের চির তরুণ সম্পাদককে লাল গোলাপ দিয়ে বরণ করে নেন।

জানা যায়, ওয়ান-ইলে‌ভে‌ন সরকা‌রের সময় তার কাছ থেকে যায়যায়‌দি‌ন পত্রিকা কেড়ে নেওয়া হয়েছিল। ‘ওয়ান-ইলে‌ভে‌ন সরকা‌রের ইন্ধ‌নে এক টাকার দ‌লি‌লে যায়যায়‌দিন প‌ত্রিকা‌টি শ‌ফিক রেহমা‌নের কাছ থে‌কে কে‌ড়ে নেওয়া হ‌য়ে‌ছিল। ওই এক টাকাও তিনি নেননি। এখন তিনি আইনি প্রক্রিয়ায় তার ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান ফিরে পেয়েছেন এবং আবারও যায়যায়দিন তার হাতেই প্রকাশিত হবে।’

শফিক রেহমান সাপ্তাহিক যায়যায়দিন এবং পরে দৈনিক যায়যায়দিন পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক। ‘মৌচাকে ঢিল’ নামে একটি পাক্ষিক পত্রিকা সম্পাদনা করেও আলোচিত হয়েছেন।

তবে টেলিভিশনে সবচেয়ে বেশি আলোচনায় আসেন লাল গোলাপ অনুষ্ঠানটি উপস্থাপনা করে। বিএনপি-জামায়াত জোট সরকারের সময় বিটিভিতে লাল গোলাপ অনুষ্ঠানটি সম্প্রচারিত হতো। এই অনুষ্ঠানটিতে তিনি আমন্ত্রিত অতিথিকে একটি লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানাতেন।

উল্লেখ্য, পরে ২০১০ সাল থেকে বেসরকারি টেলিভিশন স্টেশন বাংলাভিশনে অনুষ্ঠানটি প্রচার হতে দেখা যায়। তবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে ‘অপহরণ করে হত্যার ষড়যন্ত্রের’ মামলায় ২০২৩ সালের আগস্টে শফিক রেহমানকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যাচেষ্টা মামলায় আপিলের শর্ত অনুযায়ী আত্মসমর্পণের পরে জামিন পেয়েছেন জ্যেষ্ঠ সাংবাদিক শফিক রেহমান। বৃহস্পতিবার (২১ নভেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিবের আদালত তার এ জামিন মঞ্জুর করেন। চলতি বছরের ২২ সেপ্টেম্বর শফিক রেহমানের সাজা এক বছরের জন্য স্থগিতের আদেশ জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ।

ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের নির্যাতনের শিকার হয়ে গত ছয় বছর লন্ডনে নির্বাসনে থাকা শফিক রেহমানের ১৮ আগষ্ট ঢাকায় প্রত্যাবর্তন করলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক সংবর্ধনা অনুষ্ঠানের তাঁকে বরণ করা হয়।

আপনার মতামত জানান