স্বতন্ত্র প্রার্থীর খিচুড়ি পার্টিতে’ এসি ল্যান্ড হাজির
বরিশালের বাবুগঞ্জে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করে খিচুড়ি পার্টি ও জনসভার আয়োজন করেছিলেন এক প্রার্থী। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি-এসি ল্যান্ড) ঘটনাস্থলে পৌঁছে পুলিশের সহায়তায় খিচুড়ি পার্টি পণ্ড করে দেন। গত মঙ্গলবার রাতে উপজেলার রহমতপুর ইউনিয়নের রামপট্টি এলাকায় এ ঘটনা ঘটে।
এসি ল্যান্ড মো. মিজানুর রহমান জানান, রহমতপুর ইউপির বর্তমান চেয়ারম্যান ও এ নির্বাচনের স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী সরোয়ার মাহমুদের কর্মী-সমর্থকেরা ইউনিয়নের রামপট্টি এলাকায় একটি বাড়ির সামনে মঙ্গলবার রাত ১০টার দিকে সমবেত হয়ে নির্বাচনী সমাবেশ করছিলেন। এ সময় পাঁচ শতাধিক লোকের জন্য খিচুড়ি রান্নার আয়োজন করা হয়, যা স্থানীয় সরকার নির্বাচন আইন অনুযায়ী আচরণবিধি লঙ্ঘন। ওই আয়োজন ভন্ডুল করে দেওয়া হয়েছে। তবে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে কর্মী-সমর্থকেরা সটকে পড়ায় তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারেনি প্রশাসন। রান্না করা খিচুড়ি জব্দ করে এতিমখানায় বিতরণ করা হয়েছে।
আচরণবিধি লঙ্ঘনের কারণে প্রার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান এসি ল্যান্ড।
তবে চেয়ারম্যান প্রার্থী সরোয়ার মাহমুদ বলেন, ‘আমি ঘটনাস্থলে ছিলাম না। আমি কিছু জানি না।’
আপনার মতামত জানান