প্রতিপক্ষের হয়ে ‘খেলেছেন’ জুভেন্টাস গোলরক্ষক! (ভিডিও)

প্রকাশিত

প্রথমার্ধজুড়ে দাপট দেখিয়ে ২ গোল করে এগিয়ে যায় জুভেন্টাস। আর দ্বিতীয়ার্ধে সেই দুই গোল গুনে গুনে শোধ করে দেয় উদিনেজ।

সমতায় ফেরাতে উদিনেজের খেলোয়াড়দের প্রশংসার বদলে জুভেন্টাসের গোলরক্ষক ভয়চেখ স্ট্যাসনি দায়ী।

তার মারাত্মক ভুলে প্রথমার্ধে দুই গোলের ব্যবধানে এগিয়ে থেকেও ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দলের।

অনেকের মতে, জুভেন্টাস গোলরক্ষক উদিনেজের দ্বাদশ খেলোয়াড় হয়ে ‘খেলেছেন’।

ক্ষোভ উগড়ে দিতে এমনটা বলতেই পারেন তুরিনের দলটির সমর্থকরা।

সেরিআয় রোববার উদিনেজের মাঠে জুভেন্টাসের শুরুটা ছিল দুর্দান্ত। তৃতীয় মিনিটেই এগিয়ে যায় মাস্সিমিলিয়ানো আল্লেগ্রির শিষ্যরা। ডি-বক্সে রদ্রিগো বেন্তানকুরের পাসে কাছ থেকে গোলটি করেন আর্জেন্টাইন ফরোয়ার্ড দিবালা।

২৩তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন কুয়াদরাদো। নিজেদের অর্ধ থেকে দিবালার লম্বা করে বাড়ানো বল ধরে ডি-বক্সে ঢুকে একজনকে কাটিয়ে নিচু শটে গোলরক্ষককে পরাস্ত করেন কলম্বিয়ান উইঙ্গার।

২-০ গোলের ব্যবধানে এগিয়ে স্বস্তি নিয়েই বিরতিতে যায় জুভেন্টাস।

বিরতির পর ফিরে ৫০তম মিনিটে জুভেন্টাসের গোলরক্ষক স্ট্যাসনি প্রতিপক্ষের একজনকে শুধু শুধই ফাউল করে বসেন।

পেনাল্টির বাঁশি বাজা রেফারি। আর্জেন্টাইন মিডফিল্ডার পেরেইরার নেওয়া পেনাল্টি শুটটি রুখতে পারেননি স্ট্যাসনি।

স্কোরলাইন হয় ২-১। ৬০তম মিনিটে একসঙ্গে তিনটি পরিবর্তন আনেন জভেন্টাস কোচ আল্লেগ্রি।

মাঠে নামান রোনাল্ডো, জর্জো কিয়েল্লিনি ও দেজান কুলুসেভস্কিকে। তুলে নেন আলভারো মোরাতা, অ্যারন র্যা মজি ও ফেদেরিকো বের্নারদেস্কিকে।

বদলি নেমেই সতীর্থের ফ্রি কিকে ডি-বক্সে দুর্দান্ত হেডে জালে প্রায় বল জড়িয়ে দিয়েছিলেন রোনাল্ডো। কিন্তু দুভার্গ্য, হেড পোস্টের বাইরে দিয়ে যায়।

৬৩তম মিনিটে ফের ভাগ্য সহায় হয় উদিজেনের। ডি-বক্সের বাইরে থেকে বেন্তানকুরের জোরালো শট পোস্টে লাগে।

৮৩তম মিনিটে আরো একটি ভুল করে বসেন স্ট্যাসনি। যা মেনে নেওয়ার মতো নয়। সতীর্থের ব্যাকপাস নিয়ন্ত্রণে নিয়ে বল মারেন প্রতিপক্ষের একজনের গায়ে। আর বলটি পেয়ে ছয় গজ বক্সের কোণা থেকে ফাঁকা জালে বল পাঠান উদিজেনের দেউলোফেউ।

২-২ গোলে সমতায় ফেরে উদিজেন।

অবশ্য যোগ করা সময়ে ফেদেরিকো চিয়েসার ক্রসে ডি-বসে লাফিয়ে হেডে বল জালে পাঠিয়েছিলেন রোনাল্ডো। জয়সূচক গোল মনে করে জার্সি খুলে সতীর্থদের সঙ্গে উল্লাসেও মাতেন তিনি। কিন্তু ভিএআরের সাহায্যে অফসাইডের বাঁশি বাজান রেফারি। বাতিল হয় সেই গোল। ড্র নিয়ে হতাশায় মাঠ ছাড়ে জুভেন্টাস।

ম্যাচ হাইলাইটস দেখুন –

 

 

আপনার মতামত জানান