মেসি-নেইমারদের লিগে বোতল মারাকে কেন্দ্র করে দর্শক মাঠে, ম্যাচ স্থগিত

প্রকাশিত

ফ্রান্সের ঘরোয়া ফুটবলের সবচেয়ে বড় আসর লিগ ওয়ান। সেই লিগে এক খেলোয়াড়কে বোতল ছুঁড়ে মারার ঘটনাকে কেন্দ্র করে মাঠে ঢুকে যায় দর্শক। রবিবার রাতে নিস ও মার্সেইয়ের মধ্যকার ম্যাচে এই ঘটনা ঘটে।

নিসের ঘরের মাঠে অনুষ্ঠিত ম্যাচে মার্সেইয়ের ডিমিত্রি পায়েত কর্নার শট নিতে গিলে স্বাগতিক সমর্থকদের একাংশ তাকে বোতল ছুঁড়ে মারে। সে বোতলটিকে গ্যালারিতে ফিরিয়ে দেয়। এরপরই স্বাগতিক দলের সমর্থকরা মাঠে প্রবেশ করে। দর্শকরা মাঠে ঝামেলা করায় খেলা বন্ধ থাকে। পরে মার্সেইয়ের খেলোয়াড় ম্যাচটি পূনরায় শুরু করতে অস্বীকৃতি জানায়। তাই ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়।

মার্সেই দলের সভাপতি বলেন, ‘মাঠে ঢুকে আমাদের খেলোয়াড়দের আঘাত করেছে দর্শকরা। আমাদের খেলোয়াড়দের নিরাপত্তার স্বার্থে আমরা ম্যাচটি পূনরায় শুরু করিনি।’

নির্ধারিত সময়ের ১৫ মিনিট আগেই খেলাটি স্থগিত করা হয়। ম্যাচে তখন নিস ১-০ গোলে এগিয়ে ছিল। এই লিগেই মেসি-নেইমারদের প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ৩৮ ম্যাচ খেলবে।

সূত্রঃ কালেরকণ্ঠ।

আপনার মতামত জানান