ছাগল দিয়ে বাগান পরিষ্কার

প্রকাশিত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যানহাটনের রিভারসাইড পার্কে বুধবার আয়োজনের নাম ‘রানিং অব দ্য গোটস’। এ আয়োজনে পার্শ্ববর্তী গ্রামের খামার থেকে আনা হয়েছিল দুই ডজন ছাগল। এক পাশে ছাগল, অন্য পাশে দর্শনার্থী। উপস্থিত লোকজনকে বিনোদন দেওয়াই এ আয়োজনের মূল উদ্দেশ্য নয়। বছরের এ সময়ে ঝোপঝাড় ও আগাছায় ভরে ওঠে পার্কের সবুজ পরিবেশ। এসব আগাছা পুড়িয়ে ফেললে কিংবা রাসায়নিক দিয়ে নষ্ট করলে পরিবেশের ক্ষতি হবে- সেই ভাবনা থেকে গ্রামের খামার থেকে ধরে আনা হয় ছাগল। আয়োজন করা হয় ছাগলের দৌড় এবং তা ঘিরে উৎসবের আয়োজন। আর ছাগলগুলো চলার পথে আগাছা সাবাড় করে যায়।

সূত্রঃ যুগান্তর।

আপনার মতামত জানান