হেফাজত জামায়াত বিএনপি সবই এক : মুজিবনগর দিবসে হানিফ

প্রকাশিত

হেফাজত, জামায়াত, বিএনপি এরা এক এবং অভিন্ন। হেফাজত জামায়াত বিএনপির বিটিম। এরা কেউই চায়না আমাদের অর্জিত স্বাধীনতা আমরা ভোগ করি। যারা হেফাজতে আছে তারা সংবিধানকে মানতে চায়না, তারা জাতীয় সংঙ্গীত গাইতে চায়না। এগুলো বিএনপির নেতৃত্বে শক্ত দানা বেধেছে। ২০১৩ সালে যুদ্ধাপরাধীদের যেভাবে বিচার করে মাজা ভেঙে দেওয়া হয়েছে, এই ধর্ম ব্যবসায়ী যারা রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করে এই দেশকে ব্যার্থ রাষ্ট্র হিসেবে পরিনত করতে চাই তাদেরকেও আমরা আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদের দাঁত উপড়ে ফেলে দেবো বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহাবুব উল আলম হানিফ।

এই আগে মুজিবনগর সৃতি সৌধে শ্রদ্ধাঞ্জলী জানানোর পর মুজিবনগরে নির্মিত শেখ হাসিনা মঞ্চে দাঁড়িয়ে জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন তিনি দলীয় পতাকা এবং মাহবুবুল আলম হানিফ জাতীয় পতাকা উত্তোলন করেন। সাথে ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি, মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন এমপি, জেলা প্রশাসক মুনসুর আলম খান,পুলিশ সুপার এসএম মুরাদ আলী ও জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এম এ খালেক।

এদিকে দিবসটি উপলক্ষে শনিবার সকালে জাতীয় পতাকা উত্তোলন করেন মেহেরপুর জেলা প্রশাসক ডঃ মুনসুর আলম খান। উপস্থিত ছিলেন মেহেরপুর অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম সহ আনসার ভিডিপি ও পুলিশ সদস্যরা।

শেষে পতাকা উত্তোলনের পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে এক মিনিট নীরবতা পালন ও বীর শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

আপনার মতামত জানান