একুশের প্রথম প্রহরে ভাষা বীরদের শ্রদ্ধা জানাতে শহিদ মিনারে

প্রকাশিত

মাতৃভাষার জন্য জীবন উৎসর্গ করার নজির পৃথিবীতে আর নেই। বাঙালি সেই ভাষা বীরদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতেশহীদ মিনারে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ঢল নেমেছে। সোনারগাঁ উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য জানিয়েছে উপজেলা প্রশাসন সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও গণমাধ্যম কর্মীরা।

মহান ‘শহীদ দিবস’ ও ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ এর প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে হাজারও মানুষের ঢল নামে। শনিবার বারোটা এক মিনিটে একুশের প্রথম প্রহরে ইউএনও আতিকুল ইসলামের নেতৃত্বে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন সোনারগাঁ উপজেলা প্রশাসন। পরে একএক করে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন সোনারগাঁ থানা, কাঁচপুর হাইওয়ে থানা, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন।

সাবেক সাংসদ আব্দুল্লাহ কায়সার হাসনাত ও জেলা আওয়ামী লীগের সদস্য মাহফুজুর রহমান কালোমের নেতৃত্বে মেয়র প্রার্থী গাজী মুজিবুর রহমান সহ আওয়ামী লীগ, শ্রমিক লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগি সংগঠনের নেতা কর্মী, ইরফান হোসেন দ্বীপের নেতৃত্বে তার সমর্থক, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সদস্য,
বিএনপির নির্বাহী কমিটির সদস্য আজহারুল ইসলামে মান্নানের নেতৃত্বে যুবদল, শ্রমিকদল, শ্রমিকদল, ছাত্রদলের নেতাকর্মীরা।

সোনারগাঁ থানা প্রেসক্লাবের উপদেষ্ঠা মনিরুজ্জামান মনির ও সভাপতি গাজী মোবারক এর নেতৃত্বে প্রথম প্রহরে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন। এ সময় উপস্থিত ছিলেন সাধারন সম্পাদক খাইরুল ইসলাম, যুগ্ম সাধারন সম্পাদক শেখ ফরিদ শ্রাবণ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক এম কামরুল ইসলাম, শিক্ষা ও গবেষনা সম্পাদক শাহজালাল, প্রচার সম্পাদক নজরুল ইসলাম শুভ সহ অন্যান্য সদস্যরা।

আপনার মতামত জানান