ফুটপাত দখল মুক্ত রাখতে মনিটরিং করা হবে-এসিল্যান্ড আল মামুন
লাখো মানুষের প্রানের দাবী ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তায় ফুটপাত অবশেসে দখলমুক্ত করতে চার ঘন্টাব্যাপী উচ্ছেদ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। উচ্ছেদের কিছুদিস আবারো প্রভাবশালী মহল পূণঃরায় ফুটপাট যাতে দকল করতে না পারে সে উক্ত এলাকা প্রশাসনের নজরদাবীতে থাকবে বলে জানান ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আল-মামুন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর)বিকাল ৪ টা থেকে রাত ৮ টা পর্যন্ত চলা অভিযানে সোনারগাঁ পৌরসভা ও মোগরাপাড়া ইউনিয়নের চৌরাস্তার সড়কের দুপাশের প্রায় ৫ শত অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদ করা হয়। এসময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আদি মিস্টি ভুবন ও বার্গার কিং নামে দুটি দোকানীকে ৫ হাজার করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
উচ্ছেদ অভিযান পরিচালনা করায় সোনারগাঁ প্রশাসনের প্রতি সন্তুষ্টি প্রকাশ করে পদচারিরা জানিয়েছেন মোগরাপাড়া চৌরাস্তার ফুটপাত দখল করে স্থানীয় প্রভাবশালীরা অসহায় ও ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে মোটা অংকের জামানত নিয়ে দোকান ও চটি বরাদ্ধ দিয়েছেন। তারা অত্র এলাকার ফুটপাত থেকে এককালীন জামানত হিসেবে প্রায় দেড় কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। এছাড়া প্রতিটি দোকান থেকে প্রতিদিন সর্বনিম্ন ১শ টাকা থেকে ৬শ টাকা আদায় করেন। ৫০০ দোকান থেকে গড়ে ৩শ টাকা আদায় করলে প্রতিদিন প্রায় দেড় লাখ মাসে প্রায় ৪৫ ণাক হিসেবে বছরে আদায় করেন প্রায় ৫ কোটি ৪০ লাখ টাকা।
ফুটপাতের এক দোকানদার নাম প্রকাশ না করার শর্তে জানান, আমি কিস্তীর টাকা তুলে স্থানীয় প্রভাবশালীদের (দখলবাজ) হাতে ৫০ হাজার টাকা ফেরত না পাবার শর্তে জামানত দিয়েছি। দোকান উচ্ছেদ করায় আমরা নিঃস্ব হলেও দখলদাররা উৎসব পালন করছে। কারন কয়েকদিন পর আবার ফুটপাত দখল করলে আমাদের আবারো জামানতের টাকা দিতে হবে। এতে তাদের কয়েক কোটি টাকা লাভ হবে। ফুটপাত দখলমুক্ত করলে আমরা সর্বহারা হলেও দখলদাররা কোটি টাকার বানিজ্য করে। এজন্য দখলদাররা চায় প্রতি ছয়মাস পরপর যেন ফুটপাতে উচ্ছেদ অভিযান চলে। বহুবার উচ্ছেদ হলেও কয়েকদিন পর প্রশাসনকে ম্যানেজ করে আবার নিজেদের দখলে নেয় দখলবাজরা।
সহকারী কমিশনার (ভূমি) আল মামুন জানান, রাস্তার দুপাশের যানজট দূর করতে সরকারি জায়গায় অবৈধ স্থাপনা সরিয়ে ফুটপাত দখল মুক্তে করে জনসাধারণের চলাচলের উপোযোগী করতে কাজ করছি। আগামীকাল সকালে আবারো অভিযান পরিচালনা করা হবে এবং দুপাশে সিএনজি অটোরিকশার জন্য ভিন্ন লেন করে দেয়া হবে। অভিযান পরবর্তী ১ মাস এই এলাকা ফুটপাত মুক্ত করতে মনিটরিং করা হবে।
অভিযান পরিচালনায় সোনারগাঁ থানার উপপরিদর্শক (এসআই) হাসিব ও আরিফ এসিল্যান্ড আল মামুনের সাথে ছিলেন।
আপনার মতামত জানান