প্রীতিলতার আত্মাহুতি দিবস পালন শুভসংঘ

প্রকাশিত



চট্রগ্রামের পটিয়ায় বৃটিশ বিরোধী আন্দোলনের প্রথম নারী শহীদ বীরকন্যা প্রীতিলতা ওদ্দাদারের ৮৮তম আত্মাহুতি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে প্রীতিলতার জন্মভূমি পটিয়ার ধলঘাট গ্রামে প্রীতিলতার নামে প্রতিষ্ঠিত প্রীতিলতা ট্রাস্ট প্রাঙ্গনে প্রীতিলতার আবক্ষ মূর্তিতে শ্রদ্বা নিবেদন করা হয়।

এ সময় শ্রদ্ধা নিবেদন করে কালের কণ্ঠ শুভসংঘ পটিয়া উপজেলা শাখা, বীরকন্যা প্রীতিলতা ট্রাস্ট, পটিয়া প্রেসক্লাব, উত্তরাধিকার সংগঠন, সজিব ওয়াজেদ জয় পরিষদসহ বিভিন্ন সংগঠন।

পরে শুভসংঘের পটিয়া উপজেলা সাধারণ সম্পাদক এস এম জুয়েলের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন, প্রীতিলতা ট্রাস্টের প্রধান নির্বাহী পংকজ চক্রবর্তী, স্বাগত বক্তব্য রাখেন শুভসংঘের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক রানা মিত্র, বক্তব্য রাখেন, পটিয়া প্রেসক্লাব সভাপতি এসএমএকে জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক আবদুল হাকিম রানা, পটিয়া সাংবাদিক সমিতির সভাপতি নুরুল ইসলাম শিক্ষক নেতা প্রবোধ রায় চন্দন, বিশিষ্ট সংগঠক শুভসংঘের বন্ধু গিয়াস উদ্দিন আজাদ, মাহবুবুল আলম, রিংকি দেব, মনছুর আহমদ মন্জু, শিবু প্রমূখ।

আপনার মতামত জানান