৭০ টাকা নিয়ে বিবাদ, লাশ হলেন গৃহবধূ! স্বামী আটক

প্রকাশিত



বগুড়ার শেরপুরে মোসা. লিজা খাতুন নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৬ জানুয়ারি) দুপুরের পর উপজেলার গাড়ীদহ ইউনিয়নের কাফুরা পূর্বপাড়া গ্রামস্থ বসতবাড়ির নিজ শয়নকক্ষ থেকে নিহতের লাশটি উদ্ধার করা হয়। সেই সঙ্গে ময়নাতদন্তের জন্য বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়। ঘটনার পরপরই নিহতের স্বামী মো. সোহেল রানাকে (৩০) আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয় জনতা।

এদিকে ওই গৃহবধূর মৃত্যু নিয়ে এলাকায় নানা গুঞ্জন শোনা যাচ্ছে। কেউ কেউ বলছেন, গৃহবধূ মোসা. লিজা খাতুনকে শ্বাস রোধ করে হত্যা করা হয়েছে। এরপর ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য শয়নকক্ষের আড়ার সঙ্গে ঝুলিয়ে রাখা হয়। তবে তার অভিযুক্ত স্বামীর দাবি, অভিমান করে নিজেই গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন।

নিহতের স্বজনরা জানান, বিগত তিন বছর আগে উপজেলার গাড়ীদহ ইউনিয়নের কাফুরা পূর্বপাড়া গ্রামের জহুরুল ইসলামের ছেলে মো. সোহেল রানার সঙ্গে পাশের খামারকান্দি ইউনিয়নের ভাতারিয়া গ্রামের নজরুল ইসলামের মেয়ে মোসা. লিজা খাতুনের বিয়ে হয়। বিয়ের পর তাদের সংসারে আব্দুর রহিম নামের এক ছেলে সন্তানের জন্ম হয়। স্বামী সোহেল রানা পেশায় শ্রমিক। প্রতিদিনে মজুরির যে টাকা পান তা দিয়েই সংসার চলে। তাই সংসারে অভাব-অনটন লেগেই থাকত। এ কারণে প্রায়ই তাদের ঝগড়া হয়। এরই ধারাবাহিকতায় মাত্র ৭০ টাকা নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়। এমনকি ওই ঝগড়ার জেরধ রে রবিবার সকালে লিজা খাতুনকে মারধর করেন স্বামী সোহেল রানা। পরবর্তীতে শয়নকক্ষ থেকে ওই গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। মৃত্যুর ঘটনাটি রহস্যজনক। এটি পরিকল্পিত হত্যা না আত্মহত্যা সেটি জানতেই থানায় আইনের আশ্রয় নেবেন বলে জানান তারা।

আটক হওয়া নিহতের স্বামী সোহেল রানা নিজেকে নির্দোষ দাবি করে বলেন, শনিবার রাতে তার কাছে স্ত্রী লিজা খাতুন ৭০ টাকা চান। সঙ্গে সঙ্গে বের করে দিই। কিন্তু সকালবেলা আবার টাকা চাইলে রাতের বেলায় দেওয়া টাকার কথা জানতে চাই। কিন্তু কোনো সদুত্তর দিতে পারেনি। এই নিয়ে দুজনের মধ্যে ঝগড়া হয়। এসময় তাকে দু-একটি চড়-থাপ্পড় মেরে বাড়ি থেকে চলে যাই। এরপর বাড়ি এসে দেখি স্ত্রী লিজা খাতুন গলায় ফাঁস দিয়েছে। এ ছাড়া আর কিছু জানি না বলে মন্তব্য করেন।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম এ প্রসঙ্গে বলেন, স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে নিহতের লাশ উদ্ধার করা হয়। সেই সঙ্গে জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী সোহেল রানাকে আটক করা হয়েছে। তবে এটি হত্যা না আত্মহত্যা সেটি এখন বলা সম্ভব নয়। লাশের ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়া গেলেই কেবল রহস্যের জট খুলবে। আর সে মোতাবেক আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

আপনার মতামত জানান